আমাদের কথা খুঁজে নিন

   

বসন্ত তুলি

যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা...কত সন্তান জ্বালালো প্রেয়সী তোমার আমার চিতা

সে তার ক্যানভাসটা সম্পূর্ণ পরিষ্কার করে ফেলল নতুন ছবিটা শুরু করার আগে । আমি অধীর আগ্রহে তাকিয়ে আছি তরতাজা রং দেখার জন্য । উজ্জলতর কিছু !! বসন্তকে আহবাণের জন্য.... হৃদয়কে রাঙানোর জন্য..। সে আমার দিকে তার স্বপ্নীল চোখ দুটো তুলে তাকালো... জানতে চায়ছে আমার পছন্দের রং... মুহুর্তের মধ্যে সেটা আমার সামনে কোটি টাকার প্রশ্ন হয়ে দাড়ালো । শেষ পর্যন্ত উত্তর খুজে পেলাম । আমার নির্দেশনা মতো সে তুলি ডুবালো, সুগভীর এক আঁচড় টানলো ক্যানভাসে.... একবার...দুইবার...নিমিষে ক্যানভাস জুড়ে শুরু হল রঙের হোলি খেলা...। আমার শরীরে চলছে লোহিত কণিকার উদ্যাম নৃত্য ....। অতঃপর তার সৃষ্টি পেল পূর্ণতা । আহ !!! বসন্ত এই তো তুমি সম্পূর্ণ হলে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।