আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রের সন্ত্রাসের তালিকায় ১০ লাখ ছাড়িয়েছ

অজানা গন্তব্যহীন পথে হঠাৎ নানা ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ উদ্দ্যেশ্যের জন্ম হয় নিজের মাঝে, । সেই গন্তব্যহীন পথে নানা নতুন নতুন উদ্দ্যেশ্যের পিছনে আমার ছুটে চলা, আমার বিরামহীন পথ চলা।

যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী পর্যবেক্ষণ তালিকায় সন্দেহভাজনদের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। গত সোমবার আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন (এসিএলইউ) এ কথা জানায়। এসিএলইউ জানিয়েছে, সন্ত্রাসী পর্যবেক্ষণ তালিকা প্রস্ত–তকারী এফবিআই’র সন্ত্রাসী বাছাই কেন্দ্রের ওপর বিচার বিভাগের প্রস্ত–তকৃত একটি প্রতিবেদন থেকে তারা এ তথ্য পেয়েছে।

এই মানবাধিকার গোষ্ঠীটি আরো জানায়, বিচার বিভাগের ই›সপেক্টর জেনারেলের তৈরি করা প্রতিবেদন থেকে জানা যায়, ২০০৭ সালের এপ্রিল মাস পর্যন্ত ওই কেন্দ্রের ডাটা বেজে ৭ লাখ নাম ছিল। এর পর থেকে প্রতি মাসে গড়ে ২০ হাজার করে নাম সংযুক্ত হয়েছে। সব মিলিয়ে বর্তমানে পর্যবেক্ষণ তালিকায় নামের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। এই তালিকায় সাদ্দাম হোসেন বা মার্কিন সিনেটর টেড কেনেডির মতো বেশ কয়েকজন মৃত ব্যক্তিরও নাম রয়েছে। মার্কিন কংগ্রেস পদক্ষেপ নেয়ার আগ পর্যন্ত নোবেল বিজয়ী বর্ণবাদবিরোধী নেতা এবং দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নামও এই তালিকায় ছিল।

এসিএলইউ’র প্রযুক্তি ও ¯¦াধীনতা প্রকল্পের পরিচালক বেরি ¯েটইনহার্ট জানান, সন্ত্রাস নিয়ে প্রশাসনের মনোভাবে যে ভ্রান্তি রয়েছে তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে এই তালিকা। এটা অন্যায়, নিয়ন্ত্রণের বাইরে, অগ্রহণযোগ্য, স¤পদের অপচয় এবং বিশ্বের কোটি কোটি সফরকারীর জন্য একটি বিরাট প্রতিবšধক। যোগাযোগ নিরাপত্তা মন্ত্রণালয় (টিএসএ) অবশ্য এই তালিকায় ১০ লাখ লোকের নাম আছে বলে যে অভিযোগ উঠেছে তা প্রত্যাখ্যান করেছে। ওয়েব সাইটে পাঠানো এক বিবৃতিতে তারা জানায়, তালিকার ব্যাপারে যে ধারণা করা হচ্ছে তা ভুল। তাদের দেয়া তথ্যানুযায়ী ওই তালিকায় সাড়ে ৪ লাখ সন্ত্রাসীর নাম আছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.