আমাদের কথা খুঁজে নিন

   

আমরা ব্রিটেনবাসীরা এবং প্রবাসীরা শোকাহত!

পথ্য তো রোগীরও লাগে না ভালো! যদিও এটা তার রোগ সারিয়ে তুলতে সাহায্য করবে,তথাপিও! ব্রিটেনের নম্বর-১ পোশাক বিক্রেতা প্রাইমার্ক; যার অধিকাংশ পোশাক-ই বাংলাদেশ থেকে আমদানীকৃত, নিম্ন পারিশ্রমিক দিয়ে সস্তায় খরিদ করে সস্তায় বিক্রয় করা হয়ে থাকে। অধিক পরিমানে সেল হওয়াতে কম্পানির মুনাফার পরিমাণ গগণচুম্বী হলেও প্রকৃত হকদাররা এর লভাংশ থেক সচরাচর-ই বঞ্চিত হয়ে এসেছে- এমনকি তাদের কর্মস্থান কতটা তাদের জন্য নিরাপদ বা তাদের উপযুক্ত পারিশ্রমিক কিভাবে কতটা হওয়া উচিত সেদিকে কখনোই নজরদালী করা হয়নি; কেবলই নিজেদের মুনাফার দিকে লুলুপ দৃষ্টিক্ষেপন করে হাজার হাজার জীবনমৃত মানুষের সিঁড়ি বেয়ে উপরে উঠে গেছে এইসব (প্রাইমার্ক, ম্যাটালিন, মার্খ এন্ড স্পেইনার এবং অন্যান্য) কম্পানীগুলো। তাদের এই স্বস্তা-চর্চার জন্য আজ এতগুলো পরিবারকে, এতগুলো শিশুকে, এত এত আবালবৃদ্ধবণীতাকে চিরদিনের জন্য হারাতে হলো তাদের স্বপ্ন; বেঁচে থাকার শেষ সহায়টুকু! ব্রিটেনের মানুষগুলো এভাবেই দাঁড়িয়ে ছিল প্রাইমার্কের সামনে..... ... ... তাদের দাবী ছিল একটাই 'আর কখনোই দেখতে চাইনা এমন ঘঠনা'। এমন দাবীর সাথৈ সাথে তাদের চাওয়া ছিল : বাংলাদেশে বেসিক ল' (সাধারণ আইন) গুলো মেনে চলা হউক, ১. শ্রমিক আইন, ২. পরিবহণ আইন (নিরাপদ সরক আইন) ৩. বিল্ডং রেগুলেশান আইন ৪. টেক্সেশন আইন (যাতে করে বিকলঙ্গ, বৃদ্ধাদের এবং শিশুদের সাহায্যে সরকার সক্রিয় হতে পারে), এর পাশাপাশি তারা এটাও দেখতে চায় যে, দেশে একটি সংস্থা থাকুক যারা দূর্যোগে উদ্ধার কাজে পারদর্শী (উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত), কারণ তাদের চোখে কেবলই ভেসে উঠেছে ভলেন্টিয়ারদের ছোটাছুটি, স্বজনদের আহাজারি, দিশাহারা অসহায় মানুষের আকুতি।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।