আমাদের কথা খুঁজে নিন

   

মন্ত্রিসভার বিস্ময় স্বরাষ্ট্রে সাহারা-সোহেল : চুলচেরা হিসাবনিকাশ

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

আওয়ামী লীগের নবগঠিত মন্ত্রিসভায় আছে যে কটি বিস্ময়, তার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি। সাহারা খাতুন প্রথমবার সাংসদ হয়েই ঢুকে গেছেন মন্ত্রিসভায়, তাও স্বরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে। তার সঙ্গে আছেন তাজউদ্দিন আহমদের ছেলে সোহেল তাজ। দুজনকে অভিনন্দন। সেসঙ্গে তাদের বর্তমান অবস্থা লিপিবদ্ধ করে রাখা যাক, পাঁচ বছর পরে হিসাব মেলানোর লক্ষ্য নিয়ে।

স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আদালতে হাজিরা দানকারী হিসেবে অ্যাডভোকেট সাহারা খাতুন গত বছরজুড়ে আলোচনায় ছিলেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক। সাবেক ছাত্রদল নেতা আজিজুল বারী হেলালকে হারিয়ে এবার সাংসদ নির্বাচিত হন। শিক্ষা এলএলবি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদ ও আয়-ব্যয় কালিয়াকৈরের শ্রীপুরে আড়াই বিঘা জমি, মূল্য : প্রায় আট লাখ টাকা তেজগাঁও এয়ারপোর্ট রোডে দুটি বাড়ি এবং ক্যান্টনমেন্টের পূর্ব মানিকদীর মাদ্রাসা রোডে একটি বাড়ি, মূল্য : ৫০ লাখ টাকা। বাড়ি/অ্যাপার্টমেন্ট/দোকান ভাড়া থেকে বছরে তিনি আয় করেন ৮৮ হাজার ৬৬৭ টাকা।

আইন পেশা থেকে বার্ষিক আয় আড়াই লাখ টাকা। নিজের নামে নগদ টাকা আছে ছয় লাখ টাকা। এছাড়া পুবালী ব্যাংকে জমা আছে ৩৩ হাজার ২৯ টাকা এবং ডাচ-বাংলা ব্যাংকে আছে ৫,৩৫,৯২০ টাকা। আছে একটি জিপ, (ঢাকা মেট্রো ঘ-১১-০৪৭০), মূল্য ৪ লাখ ৮২ হাজার টাকা। নিজের নামে পাঁচ ভরি স্বর্ণ আছে।

ঘোষিত বার্ষিক আয় : ৩ লাখ ৩৮ হাজার ৬৬৭ টাকা। ঘোষিত বার্ষিক ব্যয় : ২ লাখ ৪৮ হাজার টাকা। মামলা পল্টন থানায় একটি মামলা (নং- ৬১(১০)০৬) আছে, যা পুনঃ তদন্তের জন্য পাঠানো হয়েছে। .......................... স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমদ (সোহেল তাজ)। তার মা সৈয়দা জোহরা তাজউদ্দিন।

স্ত্রী জুলিয়া স্টেফানোজ বিদেশী নাগরিক। শিক্ষা স্নাতকোত্তর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সম্পদ ও আয়-ব্যয় ধানমন্ডির সাতমসজিদ রোডে ১০ কাঠার প্লট আছে, যা যৌথমালিকানাধীন, সোহেল তাজ ১/৫ অংশের মালিক, মূল্য ৫ কোটি টাকা। ২২.৪ বিঘা কৃষিজমি ও বাগানের মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। তা থেকে বার্ষিক আয় : ২৮ হাজার ৬৯২ টাকা। ব্যাংক আমানতের সুদ পান বছরে ১১ হাজার ৮০৮ টাকা।

নিজ নামে নগদ টাকা আছে : ২,৭০,৬৫১ টাকা। ব্যাংকে জমা আছে : ১,০৪,৭৭২ টাকা, এর মধ্যে এফডিআর আমানত ৬০ হাজার টাকা। স্বর্ণ ও আসবাবপত্র মিলিয়ে বিয়ের সময় উপটৌকন পেয়েছিলেন : ৩,৫০,০০০ টাকা ঘোষিত বার্ষিক আয় : ৩ লাখ ৫০ হাজার টাকা। ঘোষিত বার্ষিক ব্যয় : ২ লাখ হাজার টাকা। মামলা উত্তরা থানায় একটি মামলা (নং ১৬ (৬) ০৬) চার্জ শুনানির অপেক্ষায়।

সিএমএম আদালতে সিআর মামলা ৪৪২/০৩ বর্তমানে হাইকোর্টের আদেশ স্থগিত। গাজীপুরের কাপাসিয়া থানায় (নং ৫(১০)০১) অপর একটি মামলার চার্জশিট থেকে নাম বাদ গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.