নির্বাচনকালীন সরকারে দায়িত্ব পালন করতে নতুন আট মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ অনুষ্ঠানের দুই দিন পর বুধবার নবম সংসদের ১৯তম অধিবেশনের সমাপনী বক্তব্যে শেখ হাসিনা বৃহস্পতিবার দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন হবে বলে জানান।
“আজ সংসদ অধিবেশন শেষ হচ্ছে। ইতোমধ্যে মন্ত্রিসভা গঠন হয়ে গেছে, দপ্তর বণ্টনও হয়ে গেছে, কাল গেজেট হবে।”
নির্বাচনকালীন সরকারের বিষয়ে রাষ্ট্রপতির সম্মতি মিলেছে জানিয়ে এতে বিরোধী দল যোগ না দেয়ায় হতাশা প্রকাশ করেন সংসদ নেতা হাসিনা। সরকারে যোগ দেয়ায় জাতীয় পার্টিকে ধন্যবাদও জানান তিনি।
তিনি বলেন, স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচনের কাজ করবে। এই সময়ে সরকার মৌলিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে না। কেবল রুটিন কাজ করবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।