বৃহস্পতিবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “আজ গেজেট হবে, আই অ্যাম টপ শিওর। ”
বৃহস্পতিবারের পর ‘আর কোনো ধোঁয়াশা’ থাকবে না বলেও মন্তব্য করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এই সদস্য।
কাদের বলেন, “সর্বদলীয় সরকারের মন্ত্রিসভার আকার ২১ থেকে ২৫ জনের হতে পারে। সব কিছুই সিলগালা করা আছে। ”
অবশ্য বিরোধী দল এই সর্বদলীয় সরকারে এলে মন্ত্রিসভার আকার বাড়তে পারে বলেও জানান তিনি।
“তবে তা একটা সময় পর্যন্ত। তফসিল ঘোষণার পর তো আর তা (মন্ত্রিসভা) সম্প্রসারণ করা সম্ভব না। ”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার নবম জাতীয় সংসদের সমাপনী বক্তব্যে জানান, ইতোমধ্যে মন্ত্রিসভার দপ্তর বণ্টন হয়ে গেছে এবং বৃহস্পতিবারই এর গেজেট প্রকাশ করা হবে।
এই সরকারের অধীনে আসন্ন দশম সংসদ নির্বাচনের রূপরেখা তুলে ধরে নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপিকেও নির্বাচনে আসার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “সর্বদলীয় সরকারে ১৮ দলীয় জোট আসবে এমন আশাই আমরা করছি।
তারা এলে আরো সুন্দর হবে। ”
গাড়ি না ভেঙে ছাত্রদলের কর্মীদের রাস্তায় নামতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আহ্বানের বিষয়টি উল্লেখ করে কাদের বলেন, “তাকে ধন্যবাদ যে তিনি স্বীকার করেছেন- তারা গাড়ি ভাংচুর তথা সহিংসতার রাজনীতি করেন।
“আমি আশা করি তারা (বিএনপি) সহিংসতার পথ ছেড়ে শান্তির পথে আসবেন। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।