আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগের ছোটরা এক হও লড়াই করো।

আমি একটা কান্ড জ্ঞানহীন, মূর্খ, অশিক্ষিত, আনস্মার্ট, আনকালচার্ড, অভদ্র, বোকা, বলদ, গাধা, আহাম্মক, বদের হাড্ডি।
প্রথমেই বলে নেই আমি হলাম আমার ভাই বোনদের মধ্যে সবার ছোট আমরা ২ ভাই ২ বোন সবার বড় আপু এর পরে ভাইয়া এর পরে ছোট আপু এর পর আমি। ছোট হওয়ার কারনে অনেক অনেক বকা আমাকে হজম করা লাগতো.... এটা ধরবা না এটা করবা না এই দিকে যাবা না এইটা করা যাবে না ঐটা দেখা যাবে না এমন হাজার হাজার না না না না শুনতে হইতো সাড়াটা দিন। এইসব লিখতে গেলে কয়েক পেইজেও হবে না তাই আর লিখলাম না আমি সুধু আমার দাবী গুলো নিছে লিখা গেলাম। ব্লগের ছোটরা এক হও লড়াই করো কথায় কথায় বড়দের গালাগাল... চলবে না বন্ধ কর... কথায় কথায় ঝাড়ি দেয়া চলবে না বন্ধ কর... কথায় কথায় হাত তোলা চলবে না বন্ধ কর...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.