আমাদের কথা খুঁজে নিন

   

ইতালীর তুষারপাত (মুঠোফোনের তোলা ছবি ) *** ফটো পোষ্ট***

আমি হিমেল, আমার ব্লগে আপনাকেস্বাগতম।

আজ সকালে তাড়াহুড়া করে বের হয়েছি, রাস্তায় বের হয়েই দেখি আধা হাটু পরিমান বরফ জমে আছে । আমি আর আমার এক কাজিন মিলে স্বল্প সময়ে বরফ ছোড়াছুড়ি খেলে ফেললাম। সেই ছবি গুলো দেবার তুলতে পারিনি কারন আমাদের সাথে তখন কেউ ছিলনা আর ক্যমেরা ছিল বাসায় । মোবাইল দিয়ে তোলা কয়েকটা ছবি দিচ্ছি । জানাবেন কেমন লাগলো বরফের ছবি গুলো দেখতে.... গাছ গুলো কে যেন মনে হয়েছে বরফগাছ। আহারেরেরে!!! সাইকেল বেচারার কি একটুও ঠান্ডা লাগেনা??? গাড়ির পিছনে বরফের উপর আমার ছোট্ট কাজিন বাংলাদেশ লিখেছে.... দেখতে কিন্তু খারাপ না যাই হোক আজ তো দিলাম মোবাইলের তোলা ছবি , শুনেছি আরো কয়েকদিন নাকি তূষারপাত হবে যদি হয তাহলে আরো কিছু ছবি দিতে পারবো । ভাল থাকবেন সাবাই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.