আমাদের কথা খুঁজে নিন

   

আরেকটি গণঅভ্যুত্থান দরকার

থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎ টাকে...

পূর্ব আকাশে সূর্য উঠেছে চারদিকে সুনিপুণ হাওয়া বইছে তবে জেনে রেখো এ সূর্য প্রতিদিনের সূর্য নয় আজ হবে নবীন বরণ উৎসব সেই সূর্য উঠেছে আজ। এই নবীন শুধু বয়সেই নবীন নয় মনের দিক থেকে যে নবীন সেই নবীন বরণ উৎসব আজ, সত্যকে যারা আঁকড়ে ধরেছ তাদের বরণ করে নিতে আজ সূর্য উঠেছে; যারা ভুল পথে গেছে তাদের জন্য এ সূর্য নয়, আজ হবে মিথ্যার সাথে সত্যের প্রতিযোগিতা। হে নবীন, হে তরুণ হে আলোকিত মানুষেরা, তোমরা আজ মিছিলে মিছিলে একাকার হয়ে যাও করো বিজয় মিছিল, এ মিছিল থেকে প্রতিজ্ঞা করো যুদ্ধাপরাধীদের বিচার চাই, করতে হবে। হে দাম্ভিক, মৌলবাদী, শূয়োর, মূর্খ তোরা দেখে যা আজ বিজয় মিছিল হবে তোদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে, অনেক দেখিয়েছিস খেলা এবার সত্যের মুখোমুখি দাঁড়া, যদি ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগের কথা ভুলে না যাই যদি দুই লক্ষ নারীর আত্মত্যাগের কথা ভুলে না যাই তবে সকলে মিলে আসো ঐক্যবদ্ধ হই চলো মিছিলে মিছিলে বাংলার আকাশ কাঁপিয়ে তুলি চাই যুদ্ধাপরাধীদের বিচার, সকলে বলো, ‘আমি সাহসী, হৃদয় আমার একজন নূর হোসেন।’ যুদ্ধাপরাধীরা আজ দেশপ্রেমিক হতে চায় মন্ত্রী হয়ে পতাকা শোভিত গাড়ীতে আরও ঘুরতে চায়, তবে জেনে রাখ যুদ্ধাপরাধীরা আমরা হব মানবতাপ্রেমিক এই মহান তত্ত্বের সাথে কখনও পারবি না, কি লজ্জা, কি আমরা এ সিনেমা দেখব কখনও ভাবিনি, মাগো, ক্ষমতার লোভ মানুষকে কোথায় নিয়ে দাঁড় করায় মাগো, তোমার সাথে ওরা প্রতারণা করেছে তোমার সন্তানদের সাথে প্রতারণা করেছে, মুক্তিযুদ্ধের চেতনার সাথে প্রতারণা করেছে, ওরা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করে ওদের কি বুক একটুও কাঁপল না ইতিহাসকে নিয়ে কেউ কি কখনও মিথ্যে খেলা খেলতে পারে? হে নতুন সরকার আগেই বলে রাখি, হয় যুদ্ধাপরাধীর বিচার করো নইলে আমাকে হত্যা করো, ক্রসফায়ার, এনকাউন্টার যেভাবেই হোক আমাকে হত্যা করো, মানবতা রক্ষার জন্য মানবতা ধ্বংস করতে পারি না, যদি মানবতাপ্রেমিক হও তবে যুদ্ধাপরাধীদের বিচার করো, ঐ মূর্খ দাম্ভিকদের কারণে জাতি আজ ঐক্যবদ্ধ, আরেকটি গণঅভ্যুত্থান হবে হবে নিরব ভোট বিপ্লব। মাথায় টুপি পরণে পাঞ্জাবী গায়ে সুগন্ধময় আতর মেখে ধর্মব্যবসা অনেক করেছিস, ধর্মের লেবাস ধরে দেশটাকে লুটে পুটে খেয়েছিস, তোদের চেনার প্রয়োজন ছিল জাতি তোদের চিনেছে..... (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।