পড়,জান,জানাও
পোস্টের এই শিরোনাম আর ছবি দেখে অনেকেই হয়ত মনে করে ফেলেছেন
void(1);
"হাসিন আর ইয়াসিন" এর পরের লাইনটি হবে
"দুই ভাই"
কিন্তু না আমাদের মধ্যে কোন আত্নিক সম্পর্ক নেই।
হাসিন ভাই কে চেনেনা এমন খুব কমই আছে। আর আমাকে চেনে এমন খুব কমই আছে।
হাসিন ভাই অন্যতম ,আর আমি ক্ষুদ্রতম।
তাই যখন কোন ক্ষুদ্র কিছু বৃহৎ এর সম্মুখে আসে তখন সে হারিয়ে ফেলে তার অনুভুতি।
ঠিক এমনই হয়েছিল যখন কাপ্তাই পারিবারিক ভ্রমনে গিয়ে দেখা পাই অন্যতম হাসিন ভাই এর।
হাসিন ভাই কে চেনার ঘটনাটাও একটু অন্যরকম। একটি সফ্টওয়্যার ফার্মে উনি আমকে টেলিফোনে ইন্টারভিউ নিয়েছেন। ওনার সাথে ফোনের আলাপচারিতায় আমি বুঝে নেই অনেক বড় মাপের মানুষ উনি।
মনের মধ্যে দানা বাধে তার সাথে কাজ করার ইচ্ছা।
কিন্তু মানুষের সব ইচ্ছা পুরন হয়না আর আমার তো হয়ইনা। তাই হলোনা তার সাথে কাজ করা।
কিন্তু ফেসবুক,ব্লগ এ ওনার সাথে যুক্ত থাকলাম।
কখনও ভাবিনি এভাবে দেখা হবে হাসিন ভাইএর সাথে,ভাবির সাথে আর ছোট্ট জুনিয়র হাসিন আফিফ এর সাথে।
আমি অনেক ভ্রমন করেছি দেশে,বিদেশে তবে কাপ্তাই ভ্রমন আমার সবচেয়ে সেরা ভ্রমন ।
ধন্যবাদ হাসিন ভাই , আমার ক্ষুদ্র জীবনে একটি সুন্দর সময় দেবার জন্য।
আপনার অনুমতি না নিয়েই একটি ছবি দিলাম। ক্ষমা করে দিবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।