'আশফাকুর রহমান অভির রচনা ও পরিচালনায় প্রথমবারের মতো এক সঙ্গে অভিনয় করেছেন মাজনুন মিজান ও হাসিন রওশন। নাটকের নাম 'মেঘের অনেক রঙ'। গত সপ্তাহে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানান পরিচালক। তবে মাজনুন মিজান ও হাসিন প্রথম একটি টেলিফিল্মে জুটিবদ্ধ হয়ে কাজ করেছিলেন। নাম 'বসিরন আখ্যান'।
এটি পরিচালনা করেছিলেন নাহিদ আহমেদ পিয়াল। আবারও হাসিনের সঙ্গে কাজ করা প্রসঙ্গে মাজনুন মিজান বলেন, হাসিন এককথায় অসাধারণ একজন অভিনেত্রী। তার সঙ্গে প্রথম কাজ করেই বুঝতে পেরেছি নতুন হলেও অভিনয় সম্পর্কে তার সম্যক ধারণা আছে। তার ভবিষ্যৎ অনেক ভালো। হাসিন বলেন, মিজান ভাই ভীষণ কো-অপারেটিভ একজন অভিনেতা।
নতুন কাজটিতে তিনি আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। তা ছাড়া আমার স্বপ্ন ছিল বাস্তব জীবনে শাশুড়ির সঙ্গে ঝগড়া করব। কিন্তু সেটা হলো না। তবে এ নাটকে সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে। নাটকে আরও যারা অভিনয় করেছেন তারা হলেন ওয়াহিদা মলি্লক জলি, লিপিকা আহমেদ ও মৌ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।