হাসিন গ্লিটজকে বলেন, “প্রথমবারের মতো যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছি। তাদের জীবনধারা নিয়ে বেশ পড়াশোনা করতে হয়েছে। পুরো ব্যাপারটি নিজের মধ্যে ধারণা করা চাট্টিখানি কথা নয়। ক্যামেরার সামনেও বেশ অস্বস্তিবোধ হয়েছিল। চরিত্রের প্রয়োজনে ধূমপানও করতে হয়েছিল।
”
কোরবানি ঈদে আরও তিনটি নাটকে অভিনয় করেছেন হাসিন। নাটকগুলো হল, শামীম আহমেদ রনির সাত পর্বের ধারাবাহিক ‘গৃহত্যাগ প্রকল্প প্রাইভেট লিমিটেড’, লিটু সোলায়মানের ‘আন্টি ম্যাডাম’, মেহেদি হাসান জনির ‘ছায়াপোকা’।
‘গৃহত্যাগ প্রকল্প প্রাইভেট লিমিটেড’ ও ‘আন্টি ম্যাডাম’ নাটক দুটি কমেডি ধাঁচের। ছায়াপোকা মনস্তাত্ত্বিক ধাঁচের নাটক। ছায়াপোকা নাটকে হাসিনের বিপরীতে অভিনয় করেছেন হাসান মাসুদ।
ছোটপর্দার এই ব্যস্ত অভিনেত্রীর কাছে প্রশ্ন-- সিনেমায় অভিনয় করবেন কবে!
এ প্রশ্নের জবাবে হাসিন বলেন, “সিনেমার অফার আসে হররোজ। বেশ আগ্রহ নিয়ে গল্প শুনি। কিন্তু নির্মাণের প্রসঙ্গে ভীষণ অবাক হই। টেলিফিল্ম নির্মাণ করতে গিয়ে নির্মাতারা দেখেন যে টাকার অঙ্কটা বেশি। তখন সিনেমা বানানোর পরিকল্পনা করেন তারা।
এই টেলিফিল্ম ধাঁচের সিনেমায় অভিনয় করব না। বাণিজ্যিক ধারার সিনেমায় অভিনয় করতে আমার কোনো আপত্তি নেই। ”
হাসিন জানান, নাটকের ব্যস্ততায় মডেলিংয়ের ফুরসত মিলছে না। গল্প, নির্মাতা ও পণ্য, এ তিনটি পছন্দ হলে তবেই বিজ্ঞাপনে সাইন করবেন তিনি। বিজ্ঞাপনের ব্যাপারে কোনো ছাড় দিতে নারাজ তিনি।
মডেল, অভিনেত্রী হাসিন এখন চুটিয়ে সংসার করছেন। আসন্ন ঈদ নিয়ে তার নানা পরিকল্পনা। ঈদের বন্ধে স্বামীকে নিয়ে ঘুরে আসবেন বিদেশ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।