বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
চকলেট আমার বাসায় প্রায় সবসময়ই রাখতে হয়। সেটা আমার ছেলের জন্য। আমাদের সে জিম্মি করে রাখে। চকলেট না দিলে সে কোন কাজই করবে না।
যেমন, খাবেনা, ঘুমাবেনা, দুষ্টামী করবে ইত্যাদি ইত্যাদি। তখন সে বলে "চকলেট দাও তাহলে কথা শুনবো। "
রীতিমত আমরা মানে ওর বাবা মা ধরাশায়ী হয়ে যাই ওর কাছে। কোনভাবে সে যদি খুঁজে পায় বাসায় কোন জায়গায় আমরা চকলেট লুকিয়ে রাখি তা জেনে ফেললো তো তার দৌড়ঝাঁপ লেগে যায়।
আর সে বানিয়ে বানিয়ে আমাদের গল্প বলে।
"বিড়ালটা না আমার কাছে এসে বললো, তোমরা চকলেট কোথায় রাখো। আমি বলেছি, আমার মামনি ফ্রিজে চকলেট রাখে। তখন বিড়ালটা ফ্রিজ খুলে চকলেট নিয়ে গেছে। আমি কিন্তু চকলেট খায়নি। "
সে Alpenlibe চকলেটটা খুব বেশী পছন্দ করে।
এছাড়া অন্য ভালো চকলেটও সে খায়। চকলেটের মোড়কের মুড়মুড়ানি শব্দ শুনলেই সেদিকে তার কান খাড়া হয়ে যায়। কিন্তু কয়েকদিন যাবত Alpenlibe চকলেটটা ঢাকাতে পাওয়া যাচ্ছে না। কষ্ট করে অনেক জায়গায় খুঁজে দেখেছি, পাইনি। সাপ্লাই নাকি বন্ধ কয়েকদিন যাবত।
তার জন্য চকলেটের রোল কিনে রাখতে হয়।
আজ তাকে যখন টিকা খাওয়ানোর জন্য নেয়া হয়েছিল। তখন সে কৃমিনাশক ট্যাবলেটটা খেয়ে বলেছে, "মামনি নতুন চকলেটটা খুব মজা"।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।