তুমি আসবে বলে
বাতাসে বসন্তের গন্ধ
তুমি আসবে বলে
দুঃখ হারিয়েছে তার ছন্দ
তুমি আসবে বলে
বুক আমার দুরু দুরু
তুমি আসবে বলেই
হয়েছিল পৃথিবীর শুরু
তুমি আসবে বলে
কলি হল ফুল
তুমি আসবে বলে
শুধরে নিতে চাই আমার যত ভুল
তুমি আসবে বলে
চাঁদ হল পূর্ণ
তুমি আসবে বলে
প্রখর খরতাপ বিবর্ণ
তুমি আসবে বলে
মন আমার উতলা চঞ্চল
তুমি আসবে বলে
আমার আমি বিশ্বাসে সবল
তুমি আসবে বলে
সবুজ আরও সুন্দর লাগে
তুমি আসবে বলে
সবকিছুই দেখি নতুন রঙে
তুমি আসবে বলে
টিয়া আসে ঝাঁকে ঝাঁকে
তুমি আসবে বলে
মাছ উজান কাটে নদীর বাঁকে বাঁকে
তুমি আসবে বলে
ব্যস্ত শহর হল মায়াবী
তুমি আসবে বলে
সবুজ শ্যামল গ্রাম যেন ফ্রেমে আটকানো ছবি
তুমি আসবে বলে
ময়ুর পেখম ছড়ায়
তুমি আসবে বলে
প্রজাপতি ফুলের দরজায় কড়া নাড়ায়
তুমি আসবে বলে
সকাল গড়িয়ে যায় সাঁঝে
তুমি আসবে বলে
মনে এত গান বাজে
তুমি আসবে বলে
টলমল করে ঐ স্বচ্ছ ঝর্ণাধারা
তুমি আসবে বলে
এগিয়ে গেল-পিছিয়ে ছিল যারা
তুমি আসবে ভালবাসবে
সারাদিন এই ভাবনাই
তুমি আসবে বলে তাই
আমিও সামনে এগিয়ে যেতে চাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।