আকাশ-মাটি যার
হে আমার রব!
আমার অন্তঃকরনে যা
তুমিই জানো সব।
শেষ বিচারের মালিক
হে আমার বিধাতা!
শাস্তি-ক্ষমার সব
শুধু তোরই ক্ষমতা।
আমি বিশ্বাস করি
তোর রাসূল-নবীতে,
তেমনি বিশ্বাস আমার
তোর ফেরেশতা-কিতাবে।
হে আমার মহান প্রভু!
ক্ষমা ভিক্ষা তোমার তরে।
শুধু তোমার কাছেই যে
মোর ফিরে যেতে হবে।
তুমি করো না কাউকে বাধ্য
যাতে আছে মানুষের সাধ্য।
শাস্তি-পুরস্কার দাও তুমি
যা কিছু মোদের প্রাপ্য।
তাই করো না নিগৃহীত
যদি মোরা হই বিস্মৃত।
দাও আজ দিক-নির্দেশনা,
যা সরল এবং সোজা।
তাই চাপিয়ে দিও না
মোদের কঠিন কোন বোঝা।
সকল প্রশংসার শুধু মালিক,
হে আমার লালন-পালনকারী!
প্রাবল্য দান করো আমাদের,
যারা সত্য গোপন-অস্বীকারকারী।
(সূরা বাকারা'র শেষ তিন আয়াত অবলম্বনে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।