কুড়াই প্রহরব্যেপে স্মৃতিলগ্ন ধূলি
বাড়ি-গাড়ি জমি-জমা করিনি কামাই
সাজিয়াছি কবিতার বেগানা জামাই।
শিখিনি তো আর কোনো ফন্দি-ফিকির
শোণিতের স্রোতে জানি তুলিতে জিকির।
ললিত কথার চারা লতিয়ে দীঘল
বানাতে যে পারি শুধু বয়ান-শিকল।
হেলায় করিনি রোজা নামাজ-কালাম
শূন্য রয়েছে পড়ে নেকির বালাম।
সারিবো যে হজ্ব নেই সেই তওফিক
মিসকিন কবি প্রভু সীমিত রিজিক।
নবি জানি কবিদের করেন আশীষ
হাশরে মিলিয়ে দিও তাঁর সুপারিশ।
মিরাসের কূটচালে ভূমিহীন মুই
জান্নাতে দিও সেই মৌরুসি ভুঁই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।