আমাদের কথা খুঁজে নিন

   

মোনাজাত

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়। অভাজন আমি তোমার দুয়ারে নিত্য সেজদা করি, তোমার করুণা লভিবার তরে নিয়ত তোমায় স্মরি। নিরাকার তুমি চেতনার মাঝে সাকার রূপেতে এসে, নাশ করে দাও আমার বেদনা করুনায় ভালোবেসে। তোমার ধরণী এতো সুন্দর মায়ায় ডুবালো প্রাণ, এতো সুধা-রস পান করি তবু গাহিনা তোমার গান। ক্ষমা করে দিও আমার ভ্রান্তি, রহমান হে রহিম! তুমি বিনে আর সংসার মাঝে কে আছে মহা-মহিম? আমার ‘আমি’কে তোমাতে তুলিয়া দিলেম সন্তর্পনে- পাপ-তাপ যত ক্ষমিও নিয়ত মহা-করুণার গুণে। দুই হাত তুলে করি মোনাজাত, হে পরোয়ারদেগার! ক্ষমা করে দাও অধম মানুষে, চাহে করুণা তোমার।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।