আমাদের কথা খুঁজে নিন

   

আজকে কাজ করতে একটুও ইচ্ছা করছে না



আজকে কাজ করতে ইচ্ছাই করছে না কেন যেন। কাল রাত এগারটা পর্যন্ত কাজ করেছি। আজ অফিসে সময়মতোই এলাম কিন্তু মনে হচ্ছে শুধু রোদে বসে পেপার পড়ি, চা খাই আর ব্লগে গল্প করি। রোজই তো অনেক কাজ করি, বছরের শেষদিনটা যদি একটু আলস্যে আর ব্লগারদের সাথে গল্প করি খুবই কি অন্যায় হবে? আপনারা সবাই কি আজ খুব মন দিয়ে কাজ করছেন? আমার একলারই কি এমন লাগছে? সেই যে কবিতাটা আছেনা, 'সংসারে সবাই যবে শত কর্মে রত, তুই শুধু ছিন্নবাধা পলাতক বালকের মত, সারাদিন তরুতলে বাজাইলি বাঁশী'..। দুপুরে বাইরে গিয়ে নাহয় খেলাম আজকে? কি হয় তাতে? জানি শেষ পর্যন্ত কিছুই করবো না।

এক ঘন্টা বড় জোর এই রকম গ্যাজানোর পরে আবার ছয়/সাতটা পর্যন্ত আবার ঐ একঘেয়ে কাজই শুরু করবো। শুরু করলে অত একঘেয়ে লাগে না অবশ্য। সব ব্লগারদের শুভ নববর্ষ, মানে হ্যাপি নিউ ইয়ার। পুরোনো বছরের পুরোনো বাজে অভ্যাসগুলো ঝেড়ে ফেলে সবাই নিজের এবং নিজের প্রিয়জনদের জন্য বেশী বেশী করে সময় বের করুন, জীবনটাতো একটাই। গেলে আর ফিরবেনা।

আর আমার জন্য দোয়া করবেন যাতে এই সদুপদেশগুলি আমি নিজেও কাজে লাগাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.