‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে আগামী ৫ মে তথ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছেন সাংবাদিকেরা।
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক গণ-অনশন কর্মসূচিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির ঘোষণা দেন বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী।
রুহুল আমিন গাজী বলেন, ‘আগামী ৪ মের মধ্যে মাহমুদুর রহমানকে মুক্তি না দিলে ৫ মে তথ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে। এ ছাড়া ৩ মে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং ৪ মে নাগরিক অধিকার রক্ষা আন্দোলনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।’
মাহমুদুরের মুক্তি ও ‘আমার দেশ’ ছাপাখানা খুলে দেওয়ার দাবিতে আজ সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে গণ-অনশন শুরু হয়। একপর্যায়ে ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বেলা আড়াইটার দিকে গণ-অনশন কর্মসূচি শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।