আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে সমকামিতার আবির্ভাবঃ আপনি জানেন কি??

www.facebook.com/ArunodoyOfficial

বাংলাদেশ! নাম তা শুনলেই কিছুদিন আগে মনে হত শান্তি!! ধর্মীয় কোন্দল নেই, যুদ্ধ বিগ্রহও নেই, অন্য কোন ধরনের গুরুতর সমস্যাও নেই, যা নিয়ে আমাদের তেমন কোন অভিযোগ ছিল! ১৯৭১ সালে যুদ্ধ বিদ্ধস্ত হওয়ার পর থেকে দেশটি আস্তে আস্তে উন্নতি লাভ করতে থাকে! পশ্চিমা সংস্কৃতির প্রভাবে দেশের অনেক চেনা পরিচিত দৃশও দিন দিন বদলে যেতে থাকে! এরই মাঝে এমন কিছু পরিবর্তন এসে গেছে, যা আমাদের অনেকেই খেয়ালও করিনি! এমন একটি বিষয় হল সমকামিতার উৎপত্তি! সমকামিতা বলতে বোঝায় নিজ লিঙ্গের প্রতি আকর্ষণ! সাধারনত মানুষের বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকে, কিন্তু সমকামিতায় তা ঠিক বিপরীত! আমাদের দেশে এই প্রথা প্রচলিত ছিল না.. কিন্তু হতাৎ করে খেয়াল করে দেখলাম আমাদের দেশে বেশ ভাল হারেই ছেলেপেলে সমকামিতার দিকে ঝুঁকছে! আমরা অনেকেই জানি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে সমকামিতা কি রুপ ধারন করছে! অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, শারীরিক অত্যাচার পর্যন্ত বিষয় গড়াচ্ছে! এমনকি ভারতীয়রা বিভিন্ন film এও তা দেখাচ্ছে! “Fashion” বা “Heroine” মুভিগুলো অথবা “Sattyeme Vijayte” নামক জনসচেতনতামুলক ধারাবাহিকটি যারা দেখেছেন, তারা হয়ত বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি… আমাদের দেশেও কিন্তু দিন দিন এর পরিমান বাড়ছে! আমি অন্যদের কথা বাদই দিলাম.. নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে কথা বলি.. আমি আমাদের দেশের শীর্ষস্থানীয় একটি কলেজের ছাত্র, আমাদের কলেজে যখন 1st year এ ভর্তি সম্পন্ন হল, তখন বাইরে থেকে অনেকেই ভর্তি হয়! আমাদের কলেজটা combined কলেজ, অর্থাৎ ছেলে ও মেয়ে এক সাথে ক্লাস করে.. সাধারনত, এই বয়সে অনেকেই প্রেমের প্রতি আগ্রহী হয়... তখন দেখি ছেলেদের মধ্যে নতুন অনেকেরই মেয়েদের থেকে ছেলেদের প্রতি আগ্রহ বেশী! কিছুদিন পরে দেখলাম, তারা সকলেই সমকামি!! এর পর আমি আমার অন্য কলেজের বন্ধুদের সাথে এই নিয়ে কথা বলে দেখলাম... তাদের অনেকেই জানাল তাদের ঐখানেও একই অবস্থা!! যাক, এই কথা বাদ দেই… আমি সমকামি নই, সমকামিতার বিপক্ষেও নই… কাউকে অপমান করার জন্যও এই পোস্টটি দেওয়া হয়নি! পৃথিবীর অনেক দেশেই, প্রায় ১২ টি দেশে ইতিমধ্যে Gay Marriage Legal করা হয়েছে… হয়তবা আমাদের দেশেও সুদূর ভবিষ্যতে তা করা হতে পারে…. কিন্তু, এত কিছু যে হয়ে যাচ্ছে, আপনি কি টা লক্ষ্য করেছেন???

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.