সফলতা আসলে কতটুকু হয় এটা আপেক্ষিক একটা ব্যাপার। আমরা যারা আড্ডা আয়োজনের চেষ্টা করেছি প্রথমবার বলে অনেক ভুল হয়েছে। সে জন্য প্রথমেই আমি ক্ষমা চাইছি।
অনেকেই চেষ্টা করে লাইন পান নাই সেজন্য আপনাদের মত আমরাও খুব কষ্ট পেয়েছি মনে হয় আপনাদের থেকে বেশিই পাইছি কারন আমরা কষ্ট করে এই আয়োজন করেছিলাম তো আপনাদের কথা শোনার জন্যই। বিশেষ করে মন্জু ভাইএর সাথে কথা বলতে পারিনি এটা এটা খুব খারাপ লেগেছে।
অনেকে আবার লাইন পেয়ে হয়তো হ্যালো বলছেন আমরাও বলছিলাম হ্যালো বলুন কিন্তু উনি হয়তো শুনতে পাচ্ছিলেন না তাই হ্যালো হ্যালো করেই যাচ্ছিলেন। তাই আমি মজা করে বলেছিলাম যে হেলতে হেলতে পড়ে যাচ্ছি। আমি জানতাম এটা খুব কমন ফান কিন্তু কেউ যদি এতে মনক্ষুন্ন হয়ে থাকেন তবে প্লিজ ক্ষমা করবেন, আমরা জানি কতটা উচ্ছ্বাস নিয়ে ব্লগাররা কল করার চেষ্টা করছিলেন, আমরা এত দুর বসেও সেই উত্তাপ টের পাচ্ছিলাম। আর কেউ চেষ্টা করে লাইন পাচ্ছেন না আর সে সময় সেটা নিয়ে ফান করাও ঠিক না, তাই এটা ভুলই ছিলো। (কি করমু কন, আবু গরীব তাই মাঝে মাঝে ভুল হয়ে যায়।
)
আর জানেন, এখানে যেহেতু লং ডিসটেন্স কল আর আরো কত সব টেকনিক্যাল ব্যাপার জড়িত ছিলো আর এটা কোনভাবেই প্রফেশনাল জিনিষ ছিলো না তাই এই কল করতে না পারা , কল ড্রপ হওয়া টাকা নষ্ট করেও কথা বলতে না পারা সব ব্যাপার ঘটে গেছে। কিন্তু আমরা যারা আয়োজনের চেষ্টা করেছি আমার মনে হয় ব্যাপক আবেগ নিয়েই আমরা আপনাদের গলা শুনতে চেয়েছি এবং সবাইকে শুনাতে চেয়েছি। তবে হয়তো আমাদের আবেগের চেয়ে অভিজ্ঞতা কম ছিলো, উচ্ছ্বাসের চেয়ে প্রস্তুতি কম ছিলো। এগেইন সরি, নেকস্ট টাইম আরো আমরা বা অন্য যে কেউ আরো ভালো করবেন আশা করি।
নিবিড় আইডিয়াটা দিয়ে পোস্ট দেওয়ার পর আমি খুবই উৎসাহ নিয়ে কমেন্ট করেছিলাম, তখন সে বললো যে ভাই একটু হোস্ট করতে হবে, ভাবলাম করি, ক্ষতি কি।
সেই থেকেই তার সাথে পরিচয়, ফোন নাম্বার আদান প্রদান, ইয়াহুতে এড হওয়া, তারপর টেস্ট করলাম আমরা একদিন। হোস্ট হিসাবে আরো পরিচয় হলো ব্লগার প্রিয়তমা আর টুশকি,মেঘাচ্ছন্ন আর তানজু। নিবিড় একটা ল্যাপটপ আর হেডফোন নিয়েই কন্ট্রোল সেন্টারে বসলো আর ফোন দিলে রিসিভ করছিলো, তার মাঝেই আমাদেরকে ইয়াহু কনফারেন্সে জানাচ্ছিলো যে এখন একজন আসছেন। কিন্তু পরিচয় দেওয়ার আগ পর্যন্ত জানার উপায় ছিলোনা যা কে কল করেছেন।
নতুন কেউ আসলে পরিচয় জানতে চাইছিলাম আমরা তারপর আবার আমাদের পরিচয় দিতে হচ্ছিলো।
পরে ভাবলাম এই বার বার পরিচয় দিতে গিয়ে সময় নস্ট হচ্ছিলো।
এখানে যেহেতু ছকবদ্ধ কোন পরিকল্পনা ছিলোনা তাই মাঝে মাঝে হ্যালো হ্যালো, কথা, হাসি , গান , নেটওয়ার্ক সমস্যা, আর নিরবতা মিলে খিচুড়ি ফ্লেভারও এসেছিলো স্বিকার করি কিন্তু ব্যাপার না, আমরা নিজেরা নিজেরাই তো তাইনা?
আমরা হোস্ট নামধারীরাও ব্লগার তাই দেখা গেলো হোস্ট হিসাবে কিছু করার চেয়ে (কি করার ছিলো এটাও ক্লিয়ার না) ব্লগারদের ফোন পেয়ে আমরাও উচ্ছ্বসিত হয়ে বাংগালী স্টাইলে আড্ডায় জমে গেছি।
ফাইনালি নিবিড়কেই ধন্যবাদ আইডিয়া নাজিল করার জন্য, সব ব্লগার দের ধন্যবাদ অংশগ্রহনের জন্য আর আমার নিজেকে নিজেই ধন্যবাদ কেউ ধন্যবাদ দেয় নাই(কয়েকজন বাদে ) সেইজন্য।
নোট: এখনও যারা শুনতে চান নিচের লিংকে ক্লিক করেন।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।