খালেদা জিয়া তার ৪৫ মিনিটের টিভি বেতার-ভাষণে তরুণদের নিয়ে বেশ ইতিবাচক কিছু বক্তব্য রেখেছেন। একজন বিবেকশাসিত তরুণ হিসেবে তার এই বক্তব্য আমার ভালো লেগেছে। তুলনামূলকভাবে সার্বিক বিবেচনা করার পর তরুণরা বিএনপিকেই সমর্থন দিবে বলে তিনি আশ্বাস ব্যক্ত করেন।
নতুন ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেছেন, তোমরা ভোরের উদীয়মান সূর্য। তোমরা অতীতমুখি নও, ভবিষ্যতমুখি।
তোমরা সুখি-সম জীবনযাপন করতে চাও। তোমরাই বিবেচনা করবে কে তোমাদের এই পথে নিয়ে যাবে। সরকার পরিচালনায় বিএনপির ভুলভ্রান্তি হয়েছে সেটাও তোমরা বিবেচনা করবে। তবে সার্বিক বিবেচনার পর তোমরা রায় দিবে বিএনপির সাফল্যের পাল্লাই ভারী। তিনি বলেন, তোমরা যারা নুতুন ভোটার তারা একদলীয় বাকশালের অপস্বাশন দেখোনি, স্বৈর শাসনও দেখোনি।
তবে তোমরা ২০০৬ সালের অক্টোবরে সংগঠিত লগি বৈঠার তান্ডব দেখেছো। তোমরা ভেবে দেখা তোমরা কি লগি বৈঠার অস্থিতিশীল বাংলাদেশ চাও না স্থিতিশীল শান্তিময় বাংলাদেশ চাও।
তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা আমার সন্তানের মতো। আমি তোমাদের জন্য শিা, প্রশিণের ব্যবস্থা করেছি। আমার বিশ্বাস উত্তেজনাকর একমুখি-অতীতমুখি প্রচারণায় আমার তারুণ্যকে বিভ্রান্ত করতে পারবেনা।
এটা আমি বিশ্বাসও করিনা। তরুণ্যের উপর আস্থা রেখেই আমাদের যাত্রা শুরু। বিএনপি আবার সুযোগ পেলে একজন মা হিসবে আমি অঙ্গিকার করছি বাংলাদেশ তোমাদের জন্য বাস যোগ্য করে যাাব। আর তোমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।