প্রয়াত সালমান শাহর সঙ্গে প্রথম চলচ্চিত্রের নায়িকা ছিলেন আপনি।
আজ তার ১৭তম মৃত্যুবার্ষিকী। সালমান শাহর শূন্যতা কতটা অনুভব করেন?সালমান শাহর শূন্যতা শুধু আমি একা নই, সারা দেশের মানুষ ভীষণভাবে অনুভব করে। শুধু দেশের কথা বললে ভুল হবে। বিদেশেও সমান জনপ্রিয় ছিল সালমান।
কিছুদিন আগে বলিউডে 'আশিকি টু' শিরোনামে একটি চলচ্চিত্র নির্মাণ হয়েছে। এর নির্মাতা মোহিত সুরি এক সাক্ষাৎকারে বলেছেন, আশিকির নায়ক আদিত্যর গেটআপ ঢাকার চলচ্চিত্র নায়ক প্রয়াত সালমান শাহর অনুকরণে করা হয়েছে। আসলে এটি আমাদের জন্য বিশাল প্রাপ্তি। আর এই অর্জন সম্ভব হয়েছে শুধুই সালমান শাহর জন্য।
ঢালিউডের জন্য সালমান শাহ কতটা অপরিহার্য ছিলেন?
ঢালিউডের জন্য প্রতি মুহূর্তে সালমান শাহর প্রয়োজন ছিল।
কারণ তার অভিনয় দক্ষতা, পোশাক-পরিচ্ছদ, সাজগোজের স্টাইল ও ফ্যাশন পৃথক একটি ট্রেন্ড তৈরি করে দিয়েছিল। এতে টিনএজ থেকে শুরু করে সব বয়স ও সব শ্রেণীর মানুষ তার অভিনীত চলচ্চিত্র দেখতে প্রেক্ষগৃহে হুমড়ি খেয়ে পড়ত। তার চুলের স্টাইল এবং পোশাক-পরিচ্ছদের ফ্যাশন অনুকরণ করতে শুরু করল। শুধু দর্শক নয়, চলচ্চিত্র শিল্পীরাও তার নির্দেশিত নতুন পথে এগুতে শুরু করল। মোট কথা চলচ্চিত্রে একটি নতুন ট্রেন্ড চালু করেছিল সালমান শাহ।
যে ট্রেন্ড এখনো চলছে। আজীবন থাকবে।
পর্দায় তারুণ্যদীপ্ত যুবক সালমান বাস্তবে কেমন ছিলেন?
খুবই চঞ্চল, অভিমানী, ব্যক্তিত্বসম্পন্ন, আধুনিক ও উচ্চমানের রুচির উদার মনের মানুষ ছিল সালমান। কারও দুঃখ-কষ্ট সহ্য করতে পারত না ও। সেটে কেউ মন খারাপ করে থাকলে তাকে খুশি না করা এবং তার মুখে হাসি না দেখা পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়াত না।
বাস্তবে চঞ্চল হলেও কাজের সময় খুবই সিরিয়াস ছিল। সেটে দেরি করে এসেছে বা শিডিউল ফাঁসিয়েছে এমন নজির তার নেই। যতক্ষণ পর্যন্ত নিজের কাছে নিজের অভিনয় পারফেক্ট মনে না হতো ততক্ষণ পর্যন্ত শট ওকে হতে দিত না ও। সালমান ছিল একজন জীবনঘনিষ্ঠ নায়ক এবং অসাধারণ মানুষ।
এমন সজীব প্রাণবন্ত একজন মানুষ আত্দসংহারের পথ বেছে নিল কেন?
শুধু আমি নই, দেশের কোনো মানুষই এখনো বিশ্বাস করে না, সালমান শাহ অভিমানে আত্দসংহারের পথ বেছে নিয়েছে।
তার মৃত্যু আজও রহস্য হয়ে আছে। কারণ মৃত্যুর কিছুদিন আগে এক সাক্ষাৎকারে ও বলেছিল, 'এই সুন্দর পৃথিবীর অনেক কিছুই এখনো দেখার বাকি রয়ে গেছে। তাই দ্রুত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাই না। যে মানুষ জীবনকে এত বেশি আপন করে দেখত সে কিভাবে আত্দহত্যার পথ বেছে নিতে পারে। সালমান শাহ যেখানেই থাকুক সব সময় আমাদের মাঝে জীবন্ত হয়ে আছে।
তার আত্দার শান্তি কামনা করছি।
* শোবিজ প্রতিবেদক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।