আমাদের কথা খুঁজে নিন

   

যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (পাঁচ)



যারা আজকে প্রথম এই লেখা পড়ছেন তাদের জন্য প্রথম, দ্বিতীয়,তৃতীয় এবং চতুর্থ পর্বের লিঙ্ক দিচ্ছি। যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (এক) যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (দুই) যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (তিন) যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি।

(চার) আমরা এত দিন স্কেচ কি, কি করে করতে হয়, শেড, লাইট সহ আরো অনেক কিছুই শিখলাম। আজকে আমরা ধাপে দাপে দেখব স্কেচ কি করে করতে হয়। আসুন তবে শুরু করা যাক। প্রথম দিকের স্কেচ গুলা আর্ট পেপারে করতে পারেন। স্কেচের শুরুতেই সাধারণত বোতল শেখানো হয়।

আমিও তার ব্যাতিক্রম করব না। আমি একটি বোতল দিয়েই স্কেচ শুরু করব। আস্তে আস্তে অন্য কিছু স্কেচ করব। বোতল শেখানোর কারন হল বোতলে অনেক কার্ভ থাকে আর এই কার্ভ ভাল মত শিখতে পারলে অন্য সব কিছুই খুব সহজে শেখা যায়। আর বোতলত খালি এক রকম হয়না।

নানা রকম নানা ধরনের বোতল আছে। আমি খুব সোজা বোতল দিয়ে শুরু করলাম। স্কেচ করার জন্য একটি নির্দিষ্ট স্থান নির্বাচন করুন আনি যেখানে বসবেন তার থেকে ৫ ফিট দুরে মাটিতে সাদা কাগজ রাখুন, তার উপর একটি বোতল রাখুন। এবার আপনি আপনার স্থানে এসে মাটিতে বসে পরুন। বসে দেখুন মডেলটি ঠিক আপনার সামনে কিনা।

১. একটি কাগজ আর পেন্সিল হাতে নিন। আগের পর্বে আমি শুধু দেখতে দিয়েছিলাম এখন তা কাজে আসবে। ভাল করে আপনার মডেলটিকে দেখুন। তার পর ১. নং ছবিটি দেখুন আর কাগজে এই রকম লাইন টানুন। লাইন আকা বাকা হবে ঐটা নিয়ে চিন্তা করার দরকার নেই হোক আকা বাকা।

আপনি লাইন টানুন। ২.১. ২.২. ২.৩. ২.৪. স্কেচে কিন্তু স্কেলের কোনো ব্যবহার নেই তাই আমাদের সব কিছুর মাপ চোখ আর হাতের আন্দাজে নিতে হবে। ২.১. / ২.২. / ২.৩. নং ছবিতে দেখুন পেন্সিল দিয়ে কি করে মাপ নিতে হয়। ১. নং ছবির মত লাইন টানা হলে বোতলের জন্য ফ্রেম বানাতে হবে। ২.৪ নং ছবের মত করে আপনার বোতলের জন্য ফ্রেম আঁকুন।

২.৪. নং ছবিতে দেখুন লাল বৃত্ত দিয়ে বেশ কিছু যায়গায় পয়েন্ট করা আছে। পেন্সিল দিয়ে লম্বা লাইনের ডানদিকে পয়েন্ট করুন। তারপর ছবি নং ২.১ / ২.২ / ২.৩ এর মত করে পেন্সিল দিয়ে মাপ নিয়ে বাম দিকেও পয়েন্ট করুন। ( একটা ব্যাপার লক্ষ করুন ছবি নং ২.১ এ লম্বা লাইনকে মধ্য পয়েন্ট ধরে ডানদিকে একটা ফোটা দিন। এবার পেন্সিলের চোখা অংশটাকে লম্বা লাইনকে মধ্য পয়েন্টে রেখে যেখানে আগের ফোটা দিয়েছেন তার কাছে আঙ্গুল দিয়ে একটা মাপ নিন এবং ২.২ নং ছবির মত করে বাম পাসেও ফোটা দিন।

) ৩. এবার আসুন বোতলের বডিতে। উপর থেকে আকা শুরু করে নিচ পর্যন্ত বোতলের বডি আকুন। লাইন আকা বাকা নিয়ে কোনো চিন্তা করবেন না। ৪. বোতলের বডি আঁকা হয়ে গেলে আস্তে আস্তে ফ্রেমের লাইন গুলো সাবধানে মুছে ফেলুন। ৫. আকা হয়ে গেলে হাল্কা করে টোন টানুন।

আমারা আজকে স্কেচ শেষ করব না। আজকে এতটুকুই। আমি স্কেচ বুঝানোর জন্য বোতলের কর্ক স্কেচ করেছি শুধু। নেটে আপনারা অনেক বোতলের ছবি পাবেন। ঐসব ছবির সাহায্য নিতে পারেন।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।