আমাদের কথা খুঁজে নিন

   

কিছু অসাধারন রাশিয়ান প্রশ্নোত্তর।

বিকট

১। সমাজতন্ত্র কি? -পুঁজিবাদে পৌছুবার দীর্ঘতম পথ ২। হিটলার আত্নহত্যা করেছেন কেন? -গ্যাসের বিল দেখে। ৩। সোভিয়েত স্ট্রিপটীজ কি? -নর্তকী নাচের এক পর্যায়ে সব কাপড় খুলে ফেলার পরেই সেগুলোর ওপরে বসে পড়ে,যাতে কেউ সেসব চুরি করে না নেয়।

৪। সোভিয়েত ইউনিয়নের সবচে স্থায়ী কি? -সাময়িক সংকট। ৫। মোরগ যখন মুরগী কে তাড়া করে,মুরগী তখন কি ভাবে? -খুব বেশি জোরে দৌড়চ্ছি না তো? ৬। মুরগীর স্তন নেই কেন? -মোরগের হাত নেই বলে।

৭। কমিউনিস্ট আখ্যা দেয়া যায় কাকে? -যে মার্কসবাদ-লেলিনবাদের ক্ল্যাসিকগুলো পড়ে। আর এ্যান্টি-কমিউনিস্ট কে? -লেখাগুলো পড়ে যে বুঝতে পারে। ৮। বেতন কি? -মেয়েদের ঋতুস্রাবের মত।

অপেক্ষা করতে হয় সারাটি মাস,তারপর তিনদিনেই শেষ! ৯। ১৯৬৪ সাল কেমন হবে? -মাঝারি রকমের। ১৯৬৩'র চে খারাপ,তবে ১৯৬৫'র চে ভাল। ১০। পুঁটি মাছ কি? -কমিউনিজম পর্যন্ত সাঁতরে আসা তিমি মাছ।

১১। সোভিয়েত সূর্য দুপুর বেলায় অতো হাশিখুশী থাকে কেন? -কারণ সে জানে,একটু পরেই পৌছে যাবে পশ্চিমে। ১২। কোথায় মেয়েদের সবচে কোঁকড়ানো চুল?(এটা নিয়ে ভাবতে থাকেন.......এইটার উত্তর একদম শেষে দিব। আগেই কেউ দেখবেন না কিন্তু!) ১৩।

হাড়কিপ্টেমি কি? -লেপের তলায় বায়ূ দূষিত করে লেপ দিয়ে মাথা ঢেকে ফেলা। ১৪। কমিউনিজমের সময় কি চুরি বিদ্যা থাকবে? -না। কারণ,সমাজতন্ত্রের পর্যায় শেষ হতে হতে চুরি করার আর কিছু থাকবেনা। ১৫।

পাউন্ড,ডলার এবং রুবলের পারস্পারিক বিনিময় হার কত? -এক পাউন্ড রুবলের মূল্য এক ডলার! এখন আসুন ১২ নং প্রশ্নের উত্তরে!মেয়েদের চুল কোথায় সবচে বেশি কোঁকড়া?আফ্রিকায়!ওখানকার মেয়েদের চুল সবচে কোঁকড়ানো না?আপনি কি ভেবেছিলেন!!!!! ##সবগুলো জোক মাসুদ মাহমুদ অনুদিত "সোভিয়েতস্কি কৌতুকভ" বই থেকে নেয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.