যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানী প্রকাশ্য পথে হত্যার প্রতিশোধ চায়না আমি তাদের ঘৃণা করি
মনামি তুমি কি চিৎকার করে উঠেছিলে?
না।
মনামি তুমি জান্তব চিৎকার করে উঠেছিলে।
হ্যাঁ।
মনামি ওরা সাতজন ছিল,সাতজন মনামি!
হ্যাঁ।
মনামি,একের পর এক! কোন বিরাম ছিলনা?
না।
মনামি তোমার প্রাণ ঠোঁটের কাছে উঠে এসেছিল!
হ্যাঁ।
মনামি তুমি অসহ্য যন্ত্রনায় কুঁকড়ে উঠেছিলে!
হ্যাঁ।
মনামি একটা সময় তোমার আর যন্ত্রনা হয়নি।
হ্যাঁ।
তোমার শরীরে ওরা উঠছিল আর নামছিল!
হ্যাঁ।
সাতটা পশু,সাতটা দানব,সাতটা দেবতা মনামি!
হ্যাঁ।
আঃ!মনামি তুমি কি করে সইলে অপার্থীব সেই কষ্ট?
....
মনামি উত্তর দাও...তুমি কি করে বাঁচলে?
....
মনামি তার পরও তুমি বাঁচতে চেয়েছ!!
হ্যাঁ।
কারণ তুমি জ্ঞান হারিয়ে আবার জেগেছিলে!
হ্যাঁ।
তুমি একটা সদ্যজাত বাছুরকে দৌড়াতে দেখেছিলে!
তুলতুলে হাঁসের বাচ্চাকে জলে নামতে দেখেছিলে!
দুইটি মুনিয়াকে নিঃশব্দ বসে থাকতে দেখেছিলে!
পা-ভাঙ্গা কুকুরকে হেঁচড়ে ঘরে ফিরতে দেখেছিলে!
শালিকের বাচ্চাগুলোর হা-করা মুখ দেখেছিলে!
হ্যাঁ।
হ্যাঁ।
হ্যাঁ।
আর কোটি কোটি ক্ষুধিত মুখ দেখেছিলে মনামি....
হ্যাঁ।
নতুন একটা রক্তবর্ণ সূর্য উঠতে দেখেছিলে তুমি....
হ্যাঁ।
আঃ! মনামি তুমি কি করে এখনো জীবনাম্মৃত হয়ে বাঁচার স্বপ্ন দেখ ???
হ্যাঁ। মনামি বাঁচার স্বপ্ন দেখে।
মানুষ সততই বাঁচার স্বপ্ন দেখে। স্বপ্ন দেখা ছাড়া মানুষ বাঁচতে পারেনা। ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো জোড়া লাগেনা জেনেও মানুষ কি এক পর্ব্বতসমান ঐকান্তিকতায় সে সব জোড়া লাগানোর চেষ্টা করে যায়। মনমি দুটি কারণে বাঁচতে চায়ঃ স্বপ্ন দেখতে এবং স্বপ্নের অশরীরী আস্তাকুড় থেকে নির্মম বাস্তবতার আঁচলে ছেঁকে তুলে আনতে চায় একটি ছোট্ট ঘুণপোকাকে................................যার নাম-জিঘাংসা !!!
উত্তাল ধুলিঝড়...............
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।