আমাদের কথা খুঁজে নিন

   

ধূলো ওড়ানো শব্দগুলোঃ১৪

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

চেনা সাগর পাড়াটাকে আগলে রেখেছে ধূলোর সমারোহ ঢেউ এর ডিঙ্গির এবং নোনা স্বাদ ছেড়ে যখন উঠে আসি, ধূলোর রাজ্যে জড়িয়ে যায় জীবন, মোহ মায়া এবং বাস্তবতা... এক সাগর জল বিদায় দিলেও চোখের জল কমেনা এবং আশ্চর্য হই স্বাদে সাগর আর চোখের জলের মিলে। ধূলোর সাথে জীবন জড়িয়ে জীর্ণ দুঃখ লোকে ফেরার কালে চোখ থেকে ঝরে পড়া জলগুলো বালুর জগতে হয়ে ওঠে এক অর্বাচীন পথিকের কাছ থেকে তার খুবই নগন্য উপহার , ওড়েনা তাই উপহারে আক্রান্ত দুএকটা ধূলো কান্নায় ভিজে; ঠিক তখনই এক সত্য বোধের রাজ্যে বাতাসের সন্ধান পায় এক মানবের জীবন নিংড়ানো চোখের জলে কটা ধূলোই আর ভেজে বল যেখানে ধূলোর রাজ্য অসীম সাগরজল তুল্য; তখনই জাগে প্রশ্ন আরও- এক মানবের মনে মন আগলে থাকা কষ্টও কি সাগরজল তুল্য? না হলে ক্ষণিকের সুখ আর স্বপ্নে কষ্টকিছু ভেজে ঠিকই,কিন্তু উড়ে বেড়ায় ধূলোর মত মনের ভেতর তার অভেজা অধিকাংশ। ২২/১২/০৮ ========================================== ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০১ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০২ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৩ ধূলো ওড়ানো শব্দগুলোঃ০৪ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৫ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৬ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৭ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৮ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৯ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ১০ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ১১ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ১২ ধূলো ওড়ানো শব্দগুলোঃ১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।