আমাদের কথা খুঁজে নিন

   

ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৭

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

ঘুরে ফিরে হারিয়ে ফেলি সব পথ সেই একই বৃত্তের কেন্দ্রে যেন রাত যত গভীর হয় বেড়ে যায় একাকীত্ব যেন অবশেষে ঘুমের কোলেই ফিরে আসি নিত্য... ভাবনা তেজস্বী , কামার্ত দৃষ্টি আরও একটু বেশী অনুছিদ্র ভেদে নজর ছূঁয়ে আছে কুচার্গ কারও বুকের পথের পরিধি দূরত্ব ছেড়ে বিন্দুতে মিশে যাওয়া হঠাৎ সুখের কিন্তু তারপর কষ্ট গুলো একঘেয়ে, পুনঃ আবর্তন যার মনের পথ খুঁজে নেয়া প্রতিচ্ছবি মাঝে আনাগোনা তার.... তখন( জীবনকালে) মেঘের কপালে ঘনঘন শ্বেদ বিন্দু পথ সে কেন্দ্রে হারাতে পাড়ি দেয় মাঝে যদিও থাকে সিন্ধু। ঘুরে ফিরে সব পথ সেই(!)মোহে যেন একই কেন্দ্রে খোঁজে মুক্তি তবে কি নিঃসঙ্গ নির্ঘুম রাতের মতই পথ চলা আত্ম কান্তি যুক্তি? ২৯/১০/০৮ ======================================== ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০১ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০২ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৩ ধূলো ওড়ানো শব্দগুলোঃ০৪ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৫ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৬

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।