আমাদের কথা খুঁজে নিন

   

ধূলো ওড়ানো শব্দগুলোঃ ১০

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

বাতাস বলে যায় আবার এসেছে ফিরে দূর থেকে নিকটের তীরে সে এখন; নিকট বাতাসে তাই চটুল নৃত্য, কষ্টবাণগুলো সব ক্ষণিকের ভৃত্য হয়ে লুটিয়ে এ পায়ে মোর ধূলো মুছে দেয়; আরেকটু এগিয়ে পদজোড়া হায় সুবাসের তীব্রতা খুঁজে পেতে চায়। যে ঝড়ো বাতাসের তোড়ে সে কালে লন্ডভন্ড মনে নৈকট্যের দড়ি ছিড়ে ভেসেছিল অকূলে দৃষ্টির সম্মুখে চিরায়ত সুখ সে বাতাস আজ বুঝে তার ভুল উল্টো ঝড়ের শান্ত ছোঁয়ায় ভুলাতে চায় দুখ। শুধু সময় চিনে ফেলে কালের প্রভাব সেদিনের ভাললাগা ধূলোরই যে অভাব! ৮/১২/০৮ ================================= ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০১ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০২ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৩ ধূলো ওড়ানো শব্দগুলোঃ০৪ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৫ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৬ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৭ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৮ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৯ ================================= photo source

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।