আমাদের কথা খুঁজে নিন

   

ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৮

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

ভেবে পাইনা যখন কবিতা কেনো লিখি... ভুল করে ভুল বুঝি বলেই কষ্ট চিনতে শিখি আর না বুঝলে পরে তখন কষ্ট না বোঝার বেদনাটাই ভীষন কষ্ট , ভীষন করে ভাবার শুরু বলে নেই কিছূ , নেই তাই কোন শেষ কবিতা হলো মধ্য কালের স্বপ্নের আবেশ । মন থেকে খসে পড়তে থাকে মনের দুখ সুখ কবিতার মাঝে ছায়ায় যেন সুখদুখের মুখ। তবুও ভেবে পাইনা কেনো কষ্ট প্রাণ সখি... পায়ে ধূলো লাগবে বলে হাঁটবোনা, বল একি! পথিক প্রাণে পথের মাঝে জীবন বিলাবো ভাই, কষ্ট সত্য , ভুল নিত্য আর কবিতাও যে তাই । ২৯/১০/০৮ ======================================= ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০১ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০২ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৩ ধূলো ওড়ানো শব্দগুলোঃ০৪ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৫ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৬ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।