এই শীতের দিনে কি সব ব্লগার ভাইয়েরা ঘুমাইয়া গেছেন? আমি একটা দাবি জানালাম কিন্ত তেমন সাড়া পাইতাছি না। তার মানে কি আমরা এখনো বীরাঙ্গনা নামটাকে এড়াইয়া চলতে চাই?
এই বীরাঙ্গনাদের ইতিহাস কি কটাক্ষ করবে!!! এমনতো হওয়ার নয় ভাইজানেরা। এই বীরাঙ্গনাদের ইতিহাস উন্মুক্ত হওয়া উচিত। তাদের আর্তনাদের ইতিহাস বাংলার মানুষের জানা উচিত। তাই দাবি জানাইলাম, শেরিফ আল সায়ারের বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই
অথবা আইরিন সুলতানার ১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায়
এই দুইটার যে কোনো একটা পোষ্টরে স্টিকি কইরা দিতে। অন্তত একদিন বাংলার ইতিহাসের দলিলটারে সবার সামনে খোলা থাকুক।
আমি হগ্গল ব্লগাররে অনুরোধ জানাই নিজের দেশের ইতিহাসের এই অংশটারে স্টিকি করার দাবি জানানোর জন্য। সেই সাথে কর্তৃপক্ষকেও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।