আমাদের কথা খুঁজে নিন

   

হাম্বা লীগার দের মনে ফুটল খুশির লাড্ডু

জীবন সুন্দর , আমরাই কঠিন বানাই । এমনি কঠিন যে পরে সমাধান না পেয়ে নির্জনে হাঁসফাঁস করি । তবু এই গোলক ধাঁধা ভাল লাগে । কি এক অমোঘ আকর্ষণে বেঁচে থাকা আজো অনুভব করতে চাই , এখন সারা জাতির চোখ যখন শাহাবাগ স্কয়ারে , তখন আওামিলিগারদের মনে ফুটছে খুশির লাড্ডু । কারন ? সবাই ফাঁসির দাবি নিয়ে ব্যাস্ত আর যে গনজাগরন তৈরি হয়েছে তাতে যদি পাবলিক ভুলে যায় পুরানো ইস্যুগুলা , যেমন - ১. পদ্মা দুর্নীতি ।

আবুল মিয়া খালাস । দুদকের নিস্পাপ সার্টিফিকেট । ২. শেয়ার বাজার এর খল নায়ক রা নাগালের বাইরে । কই সেই দরবেশ বাবা ? তারা কত বড় ? ৩. হল মার্ক এর টাকা উদ্ধার হইনি আজো । সেই উপদেষ্টা নিষ্পাপ ।

অপরাধী আমরা , কারন অভিযোগ করছি । অপরাধী মিডিয়া , তারা কেন বিষয় তা সামনে আনল ? কারন দুষ্টু অর্থ মন্ত্রি বলেছেন ৪ হাজার কোটি টাকা কোন টাকাই না । ৪. সাগর রুনি এর হত্যাকারী রা গেল কই ? তদন্তে নাকি প্রণিধানযোগ্য আগ্রগতি হয়েছিলো , তবে কোথায় সেই ফল ? ৫. গিনেস ওয়ার্ল্ড এ কিছুদিন পরে রেকর্ড করবে দিপুমনি প্রায় ১৫০ বার আকামে বিদেশ যাওয়া আমাগো পররাষ্ট্র মন্ত্রি । কিন্তু সারা দুনিয়ার সাথে আমাদের সম্পর্কের কতটুকু অগ্রগতি হয়েছে ? সকল সাহায্য বন্ধ । ভিটামিন এ ক্যাপসুল ও দিচ্ছে না আন্তর্জাতিক মহল ।

সরকারের ও নাকি টাকা নাই , তাই বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল কেম্পাইন হচ্ছে না । ওবামা , হিলারি তো দেখতেই পারেনা সরকার কে । আর আরব দেশ গুলার কাছে সরকার যেন শত্রু কেউ । হাম্বা লীগার দের মনে রাখা দরকার দুনিয়াটা কিন্তু কেবল গোপালগঞ্জের ভেতরে না । ৬. ডেস্টিনির টাকা পয়সা কই ? বিদেশ এ পাচার হওয়া টাকা এখনও আনে না কেন ? কি সুন্দর দেখি কোকর টাকা আনল , তা ছিল মাত্র ৩৮ - ৪০ কোটি ।

ডেস্টিনির পাচার করা টাকা কয়েক হাজার বলে কি আনা হচ্ছে না , কারন তা দিয়ে কি আপনারা সামনের নির্বাচনের ফান্ড যোগাবেন ? ৭. যেই রেব এর ক্রসফায়ার নিয়া এত সমালোচনা , তাদের দিয়েই বিরোধীদের গুম গুম খেলা । ইলিয়াস আলী কোথায় ? প্রধানমন্ত্রী নাকি স্বজন হারানোর বেদনা বোঝেন ? এই তাঁর নমুনা ? আসলে তিনি তাঁর পরিবার হত্যাকারীদের বিচার পেয়েছেন , আর সব নিহতদের পরিবার কাদুক , রাস্তায় বিচারের দাবিতে নামুক , তাতে ওনার কি ? ৮. জিনিসপত্রের দাম আজ খুব কম । কিন্তু ১০ টাকার চাল , বিনামূল্যে সার , ঘরে ঘরে চাকরি তো দেখছি না । ৯. বিদ্যুৎ দিমু বইলা , কুইক রেন্টাল মানের প্লান্ট বসিয়ে জনগনের ৪০ হাজার কোটি টাকা নয় ছয় । কিন্তু তাও কারেন্ট পাইনা কেন ? এই শীতে ও ৪ বার কারেন্ট যায় কেন ? আবার আইন করছে তাদের দুর্নীতির বিরুদ্ধে মামলা করা যাবেনা ।

ইনডেমনিটি জারি করছে । এখন এই সব কোম্পানির বিরুদ্ধে মামলা করা ও যাবেনা । কিছু বলা ও যাবেনা । কি দারুন , হাম্বা লীগার দের আত্মীয় স্বজন দের কোম্পানি গুলা দিব্যি আরামে আছে । বিদ্যুৎ উতপাদন না করলেও সরকার তাদের উল্টা প্লান্ট এর জন্য ক্ষতি পূরণ দিবে ।

১০। গ্যাসের অভাবে উতপাদন বন্ধ । শিল্প কারখানা অচল । আবাসন খাতেও ধস । ফ্ল্যাট গুলা বানানো , কিন্তু বিক্রি হচ্ছে না ।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স , পেট্রো বাংলা কে দুর্বল করে বিদেশি কোম্পানি থেকে কিন্তু কমিসন নেয়া বন্ধ হইনি । ১১. নিজেদের চুরি বন্ধ না করে ভর্তুকির সব টাকা জনগনের কাছ থেকে নেয়া । আমাদের জন্য উপহার ৬-৭ বার বাড়ল বিদ্যুৎ , আর তেলের দাম । ১২. সীমান্তে হত্যা , ফোলানি - কেবল এক দীর্ঘশ্বাসের নাম আজ । গরু আনতে গিয়ে টাকা না দিয়ে নগ্ন দেহে মার খায় আমাদের ভাই ।

তাঁর ভিডিও দেখে ভারতীয় গণমাধ্যম তোলপাড় হলেও আমাদের সরকার বাহাদুর নিরব । মহিউদ্দিন আলমগির বা আশরাফুলের হৃদয় একটুকুও দাগ কাটে না তাতে । এই যেন হবার । আগেও হয়েছে , সামনেও হবে - এতটুক বলে খালাস । আর স্বরাষ্ট্র মন্ত্রি দোষ দেন নিজের দেশের লোকদের কেই ।

অবাক কাণ্ড । আমাদের ৫৪ তা নদী র মধ্যে ৩৫ টি টেই ভারত অবৈধ ভাবে বাধ দিচ্ছে , কিন্তু সরকার নিরব । বি ডি আর এর হত্যাকাণ্ড কাদের ইশারায় হল ? তাও উদ্ধার হল না । দুর্বল হল আমাদের সীমান্ত শার্দূল । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.