কিছু মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। কিছু মানুষ স্বপ্নটা সত্যি করার জন্য ঘুম থেকে জেগে উঠে। জীবন আপনার কাছে সেভাবেই ধরা দিবে আপনি যেরকম থাকবেন।
ছন্দে থাকলে ব্রাজিল কত দুর্বার একটা দল সেটাই দেখছি। গোল গুলা খুবই দারুন।
ঠিক ব্রাজিলময় গোল।
ব্রাজিল এর এই খেলার ছন্দে আশাকরি সময়মতই এসেছে। কারন এটাই যে সাম্বা আর হাম্বা এর মধ্যে পার্থক্য।
দুটি দলের মধ্যে খেলায় একটি দল যদি সব সময় ডিফেন্স করতে থাকে তাহলে কোনো দলের পক্ষেই ভাল খেলা সম্ভব নয়। নর্থ কোরিয়া আর পর্তুগাল এর সাথে সেটাই সমস্যা ছিল।
দুটি খেলাতেই ৬২ ভাগ পজিশন এ থেকেও ব্রাজিল স্বাভাবিক খেলা খেলতে পারেনি বলেই বিশ্বাস।
আর্জেন্টিনা ও খুব ভাল একটা দল। তারাও টুর্নামেন্ট এ বেশ ভাল খেলছে।
পরপর দু'ম্যাচ এ হলুদ কার্ড খেলে ফাইনাল খেলায় আর কোনো বাধা নেই। কারন নিয়মে পরিবর্তন এসেছে।
তাই বালাকের মত (২০০২) কাকাকে হয়ত ফাইনাল মিস করতে হবেনা যদি ব্রাজিল ফাইনাল এ উঠে। অনেক পরের ব্যাপার অবশ্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।