আমাদের কথা খুঁজে নিন

   

বিষন্ন শূণ্যতা.....



উষার রাঙ্গায়, গোধূলি মায়ায়, লাল-মাখা মেঘ, উদাস হাওয়ায়, রোদ-ঝরা দিন, চাঁদ-জাগা রাত, হলদে-সবুজ-কমলা কথায়, তোমায় ভাবি মনের ঘরে অন্ধকারের আলো, তুমি বিষন্নতায় নীল, আমি শূণ্যতায় কালো। একলা একা অষ্টপ্রহর, তোমায় নিয়ে ভাবনা-বিভোর, চুপটি করে মন লাগিয়ে ভাবতে থাকি, ভাবতে থাকি বন্ধু, তোমায় নাম দেবো কী?? তোমায় নিয়ে অঙ্ক কষা, দুই দু'গুনে পাঁচ, নিজের ছায়ায় তোমায় দেখি, ছাঁচে মেলাই ছাঁচ, বন্ধু তোমায় আলো ভেবে অন্ধকারে থাকা, তুমি বিষন্নতায় নীল, আমি শূণ্যতায় ফাঁকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।