মহা এবং ঐক্য,
দুটোই ভালো শব্দ তাতে নেইকো মতানৈক্য।
কিন্তু তাতে যুক্ত হলেই জোট-
বাঁধে বিশাল ঘোট।
টানাটানি, হানাহানি নানা অশান্তিতে ,
কেমন ভালো শব্দ দুটো ওঠে ভীষন তেতে।
জোট পাকানো কর্ম ওদের, জট পাকাতেও সেরা,
ঐক্য এবং মহা নিয়ে চলে কি মশকরা !
লক্ষ্য শুধু ক্ষমতাটাই, তাতেই কোমড় বাঁধে,
গদি পাওয়ার জন্য শুধুই চড়ছে ওদের কাঁধে।
মহা এবং ঐক্য নিয়ে এবার খেলা ছাড়ো,
ঐক্য করো জনগণের যদি সেটা পারো।
আবার যদি যেমন তেমন দেখি সেই চেহারা,
তবে হবে মহাঐক্য জেনে রাখিস তোরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।