ঠাঁই নাই ঠাঁই নাই ছোটো সে তরী!
আমার কিছু বন্ধুর মত একেবারেই ছোটবেলা থেকে বিজ্ঞান কল্পকাহিনীর অত বড় ফ্যান ছিলাম না আমি। রেগুলার আসিমভ ইত্যাদি পড়ি নাই তা না (ফাউন্ডেশন তো আমাদের প্রজন্মের স্টেপল-ই বলা যায়, তবে বাংলা রূপান্তর এর থেকে ইংরেজিটা পড়ে অনেক বেশি তৃপ্তি পেয়েছি), তবে ফ্যান্টাসি, গোয়েন্দা কাহিনী ইত্যাদি বেশি ভাল লাগতো।
গত তিন বছরে হঠাৎ আবার আবিষ্কার করলাম সাই-ফাইকে। বড়খালার বাসার ভাড়াটে রাব্বি ভাই-এর শেলফ-এ পিটার এফ হ্যামিলটনের 'দ্য নিউট্রোনিয়াম আলকেমিস্ট' বইটার পিছনের সারাংশ পড়ে আগ্রহ জাগলো। ডাউনলোড করে পড়ে বেশ ভাল লাগলো। সেই থেকে শুরু আরকি এই 'পূনরাগমন'টা।
যাহোক, ধীরে ধীরে আমারো পুরো বিবর্তনটাই বলবো, কিন্তু এখনকার জন্য আলোচনা করতে চাই ব্রিটিশ লেখক (স্কটিশ, মোর লাইক ) আয়ান এম ব্যাংকস কে নিয়ে। (চলবে)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।