আমাদের কথা খুঁজে নিন

   

ঈদের পরের এক ডজন ১৬+ জোকস; এক্কেরে ফ্রি..ই..ই..

Never argue with idiots. They bring you down to their level and then beat you with experience

১ - এ্যাই , তুমি আমাকে কতটা ভালোবাসো ? - ওই বিশাল নিঃচ্ছিদ্র নিঃসীম আকাশের মতো। - কিন্তু আকাশের ওজোন স্তরের ফুটোর ব্যাপারটা জানো তো? ২ – জান মা, আপা না অন্ধকারে দেখতে পায়! – কি করে বুঝলি? – আমি শুনেছি ও ঘরে অন্ধকারে আপা সাকিব ভাইকে বলছে–“এ কী! আজ শেভ কর নি?’ ৩ বহুদিন ধরে অ্যাফেয়ার তাদের। সম্পর্ক বেশ অন্তরঙ্গ পর্যায়ে পৌঁছেছে। কিন্তু ছেলেটি বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেই না। শেষ পর্যন্ত মেয়েটি বলল, - ‘তোমার কি মনে হয় না, আমাদের বিয়ে করার সময় হয়েছে?’ দীর্ঘশ্বাস ছেড়ে ছেলেটি বলল, - ‘আমাদের এতকিছু যদি জানাজানি হয় তাহলে আমাদের কে আর বিয়ে করবে, বলো?’ ৪ -তুমি আমার জন্য তাজা ফুল না এনে প্লাস্টিকের ফুল কেন এনেছ? - এইটা একটা প্রতিকী প্রতিবাদ।

বলতে পার । তুমি তো জানই ,তাজা ফুল বেশি সময় তাজা থাকে না। তোমার জন্য নিচে অপেক্ষা করতে করতেই ওই ফুল শুকিয়ে যায়। তাই... ৫ প্রেমিকার বাবা : তুমি কি আমার মেয়ের সব ইচ্ছে পূরণ করতে পারবে? প্রেমিক : জি পারব আব্বা। প্রেমিকার বাবা : এত শিওর হচ্ছ কি করে? প্রেমিক : আপনার মেয়ে বলেছে, সে আমাকে ছাড়া কিছুই চায় না! ৬ – কি রে বন্ধু কেমন আছিস? – ভালো না দোস্ত! সামিয়া আমার জীবনটা বরবাদ করে দিয়েছে! –আমারটাও রে বন্ধু।

– বলিস কি! তোকেও.. ! – হ্যাঁ, ওর সাথেই আমার বিয়ে হয়েছে কিনা। ৭ রাশেদ তার প্রেমিকার বাবার কাছে প্রস্তাব দিলো যে সে তার মেয়েকে বিয়ে করতে চায়। মেয়ের বাবা জিজ্ঞেস করলো, : আচ্ছা তুমি কি মদ খাও? জুয়া খেলো? : আংকেল, ওসব পরে হবে, আগে বলুন আপনি প্রস্তাবে রাজী আছেন কিনা! ৮ প্রগতিশীল বর (দোকানের সেলস্ গার্লকে): আচ্ছা আপনাদের এখানে কি এমন কোন বই আছে যার নাম “মহিলাদের শাসন কর্তা পুরুষ”? সেলস্ গার্লঃ জি স্যার, আষাঢ়ে গল্পের বই ৩/২ নং সেকশনে পাবেন। ৯ উকিলঃ সেকি ম্যাডাম ? আপনার স্বামী তো পাঁচ বছর আগে মারা গেছেন । তাহলে চার বছরের আর একটি দু’বছরের বাচ্চা এলো কোথা থেকে ? ভদ্রমহিলা রাগের স্বরেঃ তা আমি তো বেঁচে আছি না কি? ১০ স্বামী: ওগো, জানো কাল রাতে তুমি যে বললে, আমার পাঞ্জাবিটা ছিঁড়ে যাওয়ায় ঈদে একটা নতুন পাঞ্জাবি কিনে দেবে কথাটা আমার স্বপ্নের মতো মনে হয়েছে।

স্ত্রী: তুমি স্বপ্নই দেখেছ। তোমার ছেড়া পাঞ্জাবি আমি সেলাই করিয়ে এনেছি। ১১ মেয়ের বিয়ের জন্য ছেলে দেখছেন মা-বাবা। মা : দেখ, ছেলেটির যত গুণই তুমি দেখ, ওর মাঢ়ীটা কিন্তু ভালোনা। হাসলে কালো মাঢ়ীটা বেরিয়ে কেমন বিশ্রী দেখায়।

বাবা : সে জন্য ভেব না। তোমার মেয়েকে বিয়ে করলে এই ছেলে হাসার কোন চান্সই পাবেনা। ১২ দুই বান্ধবীর কথোপকথন, – তোর বর এখনো আগের মত দাঁত খিঁচুনি দেয় নাকি? – না, মোটেই না। – তা নাকি ভালোই, আল্লাহ্ কি যে বিদঘুইট্টা লাগতো। কিন্তু কিভাবে ঐ বদ অভ্যাস গেল? –নোড়া দিয়ে সবগুলো দাঁত ভেঙে দেবার পর।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.