আমাদের কথা খুঁজে নিন

   

শহীদ বুদ্ধিজীবি দিবস আজ। আসুন, আমরা তাঁদের শ্রদ্ধার সাথে স্মরন করি।



আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবি দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মুহুর্তে দেশকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবিদের বেছে বেছে হত্যা করা হয়। রাতের আঁধারে দেশের সেরা বুদ্ধিজীবিদের বাড়ি বাড়ি গিয়ে তাদের ধরে এনে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের প্রাক্কালে দখলদার পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আল বদর ও আল শামসদের সহায়তায় হত্যা করা হয় জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তানদের। তারা হত্যা করে দেশের খ্যাতনামা শিক্ষক, সাহিত্যিক, প্রকৌশলী, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবি, শিল্পী ও সাংস্কৃতিক সেবী সহ কৃতি বুদ্ধিজীবিদের। দেশকে মেধা ও প্রতিভাশূন্য করতে সুদূরপ্রসারী ষড়যন্ত্র ও নীল নক্সার অংশ হিসেবে এই জঘন্য হত্যাযজ্ঞ চালানো হয়। আজকের এই দিনটি জাতির ইতিহাসে অশ্রুসিক্ত এক গভীর বেদনা ও শোকের দিন। দেশ মাতৃকাকে মুক্ত করতে যেসব কৃতি বুদ্ধিজীবিরা সেদিন জীবন উৎসর্গ করেছে সেই সকল শহীদ বুদ্ধিজীবিদের জাতি আজ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। সারাদেশে আজ যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হবে, পালিত হবে সামহয়্যার ইন ব্লগেও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.