আমাদের কথা খুঁজে নিন

   

জামাতের ইশতেহারঃ জোক অফ দা মিলেনিয়াম

ইহা একটি তেলাপোকা ব্লগ, ম্যালাদিন ধইরা টিকা আছে, তেলাপোকার মত।

জামাত নাকি তাগো ম্যানিফোশটো দিছে আইজকা। এস্কিমোর এই পোস্টটা পইড়া দেখেন আর হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যান। জোক অফ দা মিলেনিয়ামঃ ******** শঙ্খচীল বলেছেন: ব্লাসফেমি আইন করলে আপনার অসুবিধা কি ? এতে অনেক বিতর্কের অবসান হবে। সমাজে শান্তি থাকবে।

জামাত বরাবর ই দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে। জামাতের দুইজন মন্ত্রীর বিরুদ্ধে তাদের নিজের মন্ত্রনালয়ে একটাকার ও দুর্নীতি পাওয়া যায়নি। মুক্তিযোদ্ধাদেরকে সন্মান দেয়া জামাতের এই ইশতেহারের পজিটিভ সাইড বলতে হবে। এছাড়া এই ইশতেহারে, ঢাকায় পাতাল রেল, দ্রব্যমুল্য কমানো সহ বেশ কিছু সুন্দর পদক্ষেপের কথাও বলা হয়েছে ******** আরেক্টা কৈতক এড কইরা দিলামঃ শঙ্খছাগুর লাস্ট কৈতকঃ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শহীদগণের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করার মাধ্যমে ২৩ দফা ইশতেহার ঘোষনা করলো জামাত ************ সকল রাজাকার রে গদাম লাথি দেয়া হোক। দেখো তোমগো নেতা কেমনে জুতা খাইতেছে।

রাজাকার এবং জামাতী ছাগু মুক্ত সামহোয়্যার চাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.