লাইভ ওয়েব টিভি এর ব্লগ
অ্যালোন ইন দ্য ডার্ক ৫
ভয় কে না পায়? সবাই কমবেশি ভয় পায়। অনেকে বলে সে খুব সাহসী, সে কোনো কিছুকেই ভয় পায় না। হতে পারে সে সাহসী, কিন্তু আচমকা তাকে ভয় দেখালে সেও ভয় পেয়ে বসবে। কেউ কেউ নির্দিষ্ট কিছু বস্তু বা বিষয়কে ভয় পায়।
যা যা প্রয়োজন
প্রসেসর : পেন্টিয়াম ৪, ২.৮ গিগাহার্টজ বা এএমডি এথলন ৩৮০০+, র্যাম : ১ গিগাবাইট, ভিডিও কার্ড : ২৫৬ মেগাবাইট (জিফোর্স ৭৬০০ বা এটিআই এক্স১৯৫০), হার্ডডিস্ক স্পেস : ৮.৫ গিগাবাইট
ডার্ক মেসিয়াহ মাইট অ্যান্ড ম্যাজিক
মাইট অ্যান্ড ম্যাজিক সিরিজের গেমগুলোর চাহিদা অনেক।
তাই এই সিরিজের প্রায় ৯টি গেম বের হয়েছে মাইট অ্যান্ড ম্যাজিক ১ থেকে ৯ পর্যন্ত। পাশাপাশি বের হয়েছে হিরোজ অব মাইট অ্যান্ড ম্যাজিক সিরিজের ৫টি গেম।
গেমটি চালাতে লাগবে
ইন্টেল পেন্টিয়াম ৪, ২.৬ গিগাহার্টজ বা সমমানের এএমডি এথলন প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম, ডিরেক্ট এক্স ৯ সাপোর্টেড ১২৮ মেমরির ভিডিও কার্ড ও ৭ গিগাবাইট হার্ডডিস্ক স্পেস। গেমের পুরো মজা উপভোগের জন্য ৩.২ গিগাহার্টজের প্রসেসর, ১ গিগাবাইট র্যাম ও ২৫৬ মেগাবাইট মেমরির ভালো সিরিজের ভিডিও কার্ডের প্রয়োজন হবে। ভিসতায় চালাতে হলে ইন্টারনেট থেকে ১.০২ ভার্সনের প্যাচটি নামিয়ে নিতে হবে।
বিস্তারিত পড়তে ভিজিট করুনঃ http://www.comjagat.com
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।