আমাদের কথা খুঁজে নিন

   

সাবানের ফালুদা

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার

প্রয়োজনীয় উপকরণ: সাবান বিভিন্ন রং এর (ব্যবহার করা বা অব্যবহৃত) গ্লাস প্লেট কাটার স্ট্র নাইট কুইন স্টিচ গ্লু লাল স্টোন প্রনালী: প্রথমে যেকোন এক রং এর সাবান কাটার দিয়ে কুচি করে কেটে নিন গ্লাসে। এরপর গ্লাসে রাখুন সাবানের কুচিগুলো এরপর অন্য রংএর সাবানগুলোও কুচি করে পরপর লেয়ার করে গ্লাসে রাখুন। সাবানটা যদি ব্যবহৃত হয় তবে কুচিগুলো বেশ সুন্দর লম্বা লম্বা হবে দেখতে বেশ সুন্দর লাগবে দেখতে। এভাবে পুরো গ্লাসটা ভর্তি হয়ে গেলে একটা স্ট্র দিন গ্লাসে। এরপর গ্লু কয়েকফোটা দিন সাবানের উপরে এবং লাল স্টোনগুলো গ্লুর উপরে বসিয়ে দিন। নাইটকুইন ফুলটি এবার স্ট্রর পাশে বসিয়ে দিন। (আবার আসল নাইটকুইন ফুল দিয়ে বসবেন না, প্লাস্টিকেরটা ব্যবহার করতে হবে) হয়ে গেল সাবানের ফালুদা। একটু আগে টিভিতে এই রেসিপিটা দেখে আসলাম..তাই শেয়ার না করে পারছিলাম না ....এত সহজে কি সুন্দর শোপিস বানানো যায়!! এটা বানানোর সময় উপস্থাপক যার নাম সাবিন তার একটা কথা মনে হয়েছিলো...এভাবে শোপিস না বানিয়ে যদি গ্লাসে আমরা এমনিই ডিজাইন করে রাখি সাবান তাহলে হাত ধোবার সময় গুড়া সাবান নিয়ে হাতও ধুতে পারি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।