আমাদের কথা খুঁজে নিন

   

সাবানের স্নানসংগীত



সাবানন্ত্রাস সকালে যে ঘ্রাণ দিল সাবান আমাকে, রাতে সে ঘুমিয়ে থাকে আমার শরীরে। পাশ ফিরে শুই যদি, সে-ও পাশ ফেরে। সারা রাত সে আমায় চোখে চোখে রাখে। আমার সকাল হ্য় গন্ধের বরাতে। স্নানঘরে ফাঁদ পাতে মাফিয়া সাবান, সেইখানে একা পেয়ে কত কী ভাবান, ইহকাল কেটে গেল পিচ্ছিল করা-তে। বাথরুমে সাপ হয়ে শুয়ে শুয়ে খেলি খোলশের মত করে গন্ধ খুলে ফেলি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।