আমাদের কথা খুঁজে নিন

   

হৃদপিন্ড সাবানের মতো গলে যাচ্ছে

সুখ চাহি নাই মহারাজ—জয়! জয় চেয়েছিনু, জয়ী আমি আজ। ক্ষুদ্র সুখে ভরে নাকো ক্ষত্রিয়ের ক্ষুধা কুরুপতি! দীপ্তজ্বালা অগ্নিঢালা সুধা জয়রস, ঈর্ষাসিন্ধুমন্থনসঞ্জাত,সদ্য করিয়াছি পান—সুখী নহি তাত, অদ্য আমি জয়ী।
আমাকে যখন বলা হয় তুমি নির্বাচন করো পানীয়, পছন্দ মতন খাদ্য, নরম তোষক, সুন্দর পোষাক সংগীত কলাকৈবল্য সংস্কৃতি- অর্থাৎ সুখ; আমি তৎক্ষনাৎ হয়ে পড়ি হাটকানা কেননা আমার চোখ খেয়েছে চোখের মাথা লিপিস্টিক দংশনে ঠোঁট ক্ষত ও বিক্ষত, ত্বক জুড়ে ছোট বড় কাককালো ফোস্কা, নাসারন্ধ্রে সাইনোসাইটিস বিচার নিয়ে কার কাছে যাবো? যাবো কি প্রভুর কাছে, মরুভূমি মক্কায়, সন্তসাধু পয়গম্বর খুঁজতে হিন্দুস্থানে? দিনে দিনে আমার হৃদপিন্ড সাবানের মতো গলে যাচ্ছে। ত্রিভূবন জুড়ে আমার কোন অনুচর নেই একখন্ড পাথর উপহার দেবে। তবে কি মনের দুঃখে চিৎকার করে তোমাকেই জানাবো, না না আমার কোন দুঃখ নেই, দুঃখ আমার আত্মার নিজ নাম।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.