আমদের মুক্তি আমদের হাতে,শুধু দরকার সচেতনতা।
আমরা সবাই ম্যাক এর সোন্দর্য দেখে আফসোস করি কারন সবার কেনার সামর্থ্য নেই বলে। আবার উইন্ডোজ ভিস্তা নেয় অনেক বেশি হার্ডওয়্যার রিকয়্যারমেন্ট। কিন্তু আমরা সম্পুর্ন ফ্রি ব্যবহার করতে পারি লিনাক্স, মানে উবুন্টুতে, উবুন্টুতে এমন চোখ ধাদানো ফিচার আছে না দেখলে বিশ্বাস করা কঠিন। আসি দেখি কি কি আছে..........
উবুন্টুতে আমরা একে চিনি Compiz Fusion হিসেবে, তাহলে দেখি এইটা আসলো কথায় হতে এবং কি
আমাদের 3D graphics hardware ব্যবহার করে নানা রকম compositing desktop effect বানানোর জন্য যে টেকনোলজি তার নাম হল compositing window managers যা সর্ব প্রথম
X Window System এর জন্য নিয়ে আসা হয়।
প্রথম Compiz রিলিজ হয় জানুয়ারী ২০০৬ ফ্রি সফটওয়্যার এর আওতায়, রিলিজ করেন Novell (SUSE)। আমরা এখন উবুন্টুতেও এই ইফেক্ট দেখতে পাই, যা আমারা Compiz Fusion নাম এ চিনি। আসুন কিছু চমৎকার চোখ ধাদানো ফিউসান দেখে নেই।
এইবার আসুন একনজর দেখে নেই কমপিজ ফিউসন এর কিছু ফিচার
Annotate: এই ফিউসান ইফেক্ট দিয়ে আপনি সব উইন্ডো এর উপর কোন কিছু আকঁতে পারবেন।
Clone: এর মাধ্যমে ডুপ্লিকেট করতে পারবেন স্ক্রীন এর।
Cube: আপনার ডেক্সটপ কিউব আকারে দেখাবে
Fade: আপনার উইন্ডো ফেইড করে দিবে
Minimize: আপনার উইন্ডোকে মিনিমাইজ করবে সুন্দর এনিম্যাশ্ন এর সাথে
Move: উইন্ডো নারাচারা করবেন এনিমেশন এর সাথে
Rotate: আপনার ডেস্কটপকে ইচ্ছামত ঘুরাতে পারবেন
Switcher: আপনার active উইন্ডো গুলো নির্বাচন করবেন টেব এর মাধ্যমে
Cube Gears: 3D এনিম্যাশন গিয়ার পাবেন আপনার সব ভারচুয়াল ডেক্সটপ কন্ট্রোল করার জন্য
Cube Reflection: আপনার ডেক্সটপ কিউব এর মিরর তৈরি করবে
Group And Tabs: আপনি আপনার নটিলাস এ এখন উইন্ডো ট্যাব আকারে খুলতে পারবেন
Negative: আপনার উইন্ডো এর রঙ পরিবর্তন করবে
এখন দেখুন এই ভিডিওটি,
ধন্যবাদ
কেমন লাগলো জানাবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।