আমাদের কথা খুঁজে নিন

   

আমার ন্যাড়া হইবার আত্মকাহিনী

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

অনেক বছর আগের কথা, তখন এইচ এস সি টেস্ট পরীক্ষা শেষ হয়েছে আমার। কলেজ লাইফ এ গায়ে হাওয়া লাগাইয়া ঘুরতাম, তাই টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পরে ভাবলাম এইবার একটু পড়ালেখা করা দরকার, নাইলে এইচ এস সি তে ডাব্বা মারতে হবে । কিন্তু তখন খালি বাইরে ঘুরতে যাইবার বাতিক হইতো, তাই ভাবলাম বাইরে এই ঘোরাঘুরি বন্ধ করার জন্য কিছু একটা করা দরকার। আমার এক বন্ধু ছিল(সে এখন আমেরিকায় থাকে), একদিন তার বাসায় গিয়ে দেখি সে পুরা ন্যাড়া মাথা হৈয়া বইসা আছে । তারে দেইখা আমি নিজে অনুপ্রাণিত হৈলাম, আর ভাবলাম যদি আমিও ন্যাড়া করি, তাইলে ন্যাড়া মাথা কাউরে দেখানোর লজ্জায় আর ঘর থেইকা বাইর হইতে হইব না আমারে, ঘরে থাকলে পড়ালেখাও হইব। যেই ভাবা সেই কাজ, নাপিত এর দোকানে গিয়া মাথা ন্যাড়া কইরা ফালাইলাম । এই ফর্মুলাটা ব্যাপক কাজে দিসিলো, এইচ এস সি তে মোটামুটি ভালোই রেজাল্ট কর্ছিলাম...... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.