মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।
লোডশেডিংয়ের প্রতিবাদে ন্যাড়া মাথায় মানব বন্ধন ও বিক্ষোভ
http://www.biplobiderkotha.com
ঢাকা নিউজ24ডট কম, গাজীপুর (১১এপ্রিল ২০১০)
লাগাতার লোডশেডিংয়ের প্রতিবাদে শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সদরে ন্যাড়া মাথায় মানব বন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে লোড শেডিংয়ে অতিষ্ঠ জনগণ। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে সরকারের দৃষ্টি আকর্ষনের লক্ষ্যে অভিনব এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
মাথা ন্যাড়া করা শতাধিক লোকের বিক্ষোভ মিছিলটি কালিয়াকৈর বাসষ্ট্যান্ড থেকে প্রায় এক কিলোমিটার দূরে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ কালিয়াকৈর জোনাল অফিসের সামনে গিয়ে শেষ হয়।
মোঃ ইস্রাফিল হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শাহ আলম, শামিম আহমেদ, আবুল কালাম, আব্দুল মান্নান প্রমুখ।
বক্তারা বলেন, পল্লী বিদ্যুতের মাত্রাতিরিক্ত লোড শেডিংয়ের এবং লো ভোল্টেজের কারণে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। মূল্যবান ইলেক্ট্রনিকস সামগ্রী জ্বলে যাচ্ছে। তাই তাঁরা মাথার চুল ন্যাড়া করে প্রতিবাদ জানাচ্ছেন।
ন্যাড়া মাথার বিক্ষোভকারীরা পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মানব বন্ধন করে। এ সময় তাদের সাথে যোগ দেয় লোডশেডিংয়ে অতিষ্ঠ কয়েক শত মানুষ।
এক পর্যায়ে তাঁরা কিছু সময়ের জন্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এ সময় সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। লোড শেডিংয়ের বিরুদ্ধে ন্যাড়া মাথায় ব্যতিক্রমী প্রতিবাদের বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ঢাকা নিউজ24ডট কম/প্রতিনিধি/এসএস
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।