আমাদের কথা খুঁজে নিন

   

বলাকার জন্য বলছি

সুইট ভাই

মাফ করবেন কারণ আমি বাংলা লিখতে অনেক বানান ভুল করি। যাই হোক। .....যদি এমন স্বপ্ন দেখি কেমন হয় বলুন তো? রাতে টিভিতে সংবাদ দেখছিলাম। যথারীতি বলাকা ভাস্কর্য নিয়ে আলোচনা এবং রিপোর্ট। রিপোর্ট এ ২জন পুরুষ এবং ৩ জন মহিলাকে ক্যামেরার সামনে তাদের মূল্যবান বক্তব্য দিতে শুনলাম।

তারা ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদ সমাবেশ করছিলেন। তাদের ১ জনের কানে Walkman বাজছিল। অপর একজন ladies এর জিনছের প‌্যার্ট পরা এবং হাটুর কাছে style দিয়ে কাটা। অন্যজনের মাথায় চুল সর্বউচ্চ হাফ ইঞ্চি এবং কথা বলেছন ৮৫% ইংরেজি ১০% বাংলা এবং ৫% অন্য অজানা কোন ভাষায়। বাকিটা নাই শুনলেন।

বলাকার জন্য কি এ ধরনের মানুষের মাথা ব্যাথা বেশি? দেশে একটা বোমা পড়লে যেখানে ঘুম হারাম হয়ে যায় সেখানে বলাকা ভাঙা বোমার চেয়ে কম কি? ওরা তো হাসছে...............বলছে ঠিক ই করেছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।