FROM MIRPUR DHAKA
এক ঝাঁক বলাকার দল
যাচ্ছে উড়ে মেঘের ভীড়ে,
সন্ধ্যে হতেই সাঙ্গ খেলা
ফিরছে তারা আপন নীরে।
ক্লান্ত আমি হাটু জলে
দাড়িয়ে শুধু চেয়ে থাকি,
ভাবছি একা কোথায় বাড়ি,
সন্ধ্যা হতে কত বাকি।
ঘুর্ণিঝড় আর জলচ্ছাসে
এত মানুষ গেলো মারা,
আমি কেন বেচে আজ
গৃহহীন বাপ মা হারা।
আঁধার হয়ে এলো আকাশ
কোথায় আমি যাব একা,
কোথায় আমি রাত কাটাবো
মিলবে না কি কারও দেখা।
ওদের মত আমিও যদি
ডানা মেলে উড়ে উড়ে
খুঁজে নিতাম আপন নীড়
কোথাও অনেক দুরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।