আমাদের কথা খুঁজে নিন

   

চালু হলো বিনোদন নির্ভর বাংলা ফোরাম রংমহল



কোন বিয়ষের উপর সকলের অংশগ্রহন মূলক আলোচনার অনলাইনে উম্মুক্ত স্থান হলো ফোরাম। অনলাইনে এই সব মুক্ত আলোচনার বিষয় ভিত্তিক প্রচুর ফোরাম আছে। কিন্তু পরিতাপের বিষয় যে টা চোখে পড়ে তা হলো, উক্ত আলোচনার অধিকাংশ ফোরামরই হলো ইংরেজী ভাষা-ভাষীর। রং মহল , এলো বাংলা ভাষা-ভাষীদের নতুন প্লাটফরম উম্মুখ করতে । এই ফোরামটিতে রয়েছে ইউনিকোড সাপোর্ট বাংলা টেক্স।

যার ফলে আপনি আপনার সকল আলোচনা প্রান খুলে বাংলায় করতে পারেন। মূল ফোরামের বিষয়বস্তু হল বিনোদন। তাই যে কেউ একটু বিনোদনের জন্য যুক্ত হতে পারেন এই ফোরামে। বিনোদন নির্ভর এই সাইটে রয়েছে গান, মিউজিক ভিডিও, সিনেমা, নাটক, গল্প, ছড়া-কবিতা, প্রযুক্তি বিয়ষক আলোচনা, ধর্ম বিষয়ক আলোচনসহ আরো অনেক গুলো ফোরাম এবং সাব ফোরাম। বিশেষ আর্কষন অনলাইন বাংলা রেডিও গুনগুন।

অবিরাম বাংলা গান শুনুন, সাথে রয়েছে ডি জে দের চমৎকার উপস্থাপনা। বাংলা টাইপিং এর জন্য রয়েছে চার রকম কী বোর্ড এর অপশন। সেই সাথে রয়েছে প্রতিনিয়ত নতুন সব ফিচার সংযুক্ত করার প্রচেষ্টা। আসনু মেতে উঠি রং উল্লাসে, করি বাংলা চর্চা সব খানে। সাইটিতে ভিজিট করতে নিচের লিংক এ ক্লিক করুন।

http://www.rongmohol.com বা http://www.rongmohol.info

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.