যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানী প্রকাশ্য পথে হত্যার প্রতিশোধ চায়না আমি তাদের ঘৃণা করি
একদিন আমি ও আমরা
পেট্রোল ঢেলে সব অনাচার জ্বালিয়ে দেব।
লাল বাড়ি লাল খাতা কালো গরাদ
কালো কাপড় সাদা হ্যান্ডকাফ
ডান্ডাবেড়ি কারবাইন আর বারুদঠাসা
ক্যালিবার একসাথে করে জ্বালিয়ে দেব,
নিশ্চিত যেন, পেট্রোল ঢেলে সব জ্বালিয়ে দেব।
বুনো আইন খোঁড়া যুক্তি
মোটা বই ছোট পঙতি
সাদা সার কালো বীজ
অখন্ড সময় খন্ড আল
ভন্ড আশার বিদির্ণ কাল।
চিকন চালের সাদা সাদা ভাত
প্রতিশ্রুতিভরা লোমশ হাত
শক্ত নখর তীক্ষ্ণ দাঁত ছেঁড়া মাংশ
শ্বাপদশংস নদী কংস সাদা হংস
লুট হয়ে যাওয়া আমার অংশ
সংশয়াবেগে ক’রে নির্বংশ
সবই আমি জ্বালিয়ে দেব, দেখে নিও
ঠিক পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেব।
মাথায় আমার ঘুণ ধরেছে
উপচানো ব্যথা বিবশ করেছে
দুচোখে আমার ঘোর লেগেছে
গোলাপী আশা ধূসর হয়েছে
মেকি ভালবাসা নীল করেছে
অধরে আমার রং লেগেছে
সোনামাখা রং ফিকে হয়েছে
ভয়ে ছিলে তুমি চেয়ে বসি পাছে
আমার কষ্ট আমাতেই আছে
আহা কি কষ্ট - কি ভাল কষ্ট!
সব কষ্ট গত হয়ে যাবে প্রতিক্ষার বেলা
শেষ হয়ে যাবে পেট্রোল ঢালা আগুনে।
আমি এখন পেট্রোল ঢেলে সব জ্বালিয়ে দেব,
আমি ও আমরা একদিন জ্বলন্ত সব আগুন
পেট্রোল ঢেলে নিভিয়ে দেব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।